AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Sitrang: মঙ্গল ভোরেই ‘ল্যান্ডফল’, কখন কোথায় পৌঁছবে ঘূর্ণিঝড় সিত্রাং?

Cyclone Sitrang landfall: রবিবার বিকেলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়তো ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে না, কিন্তু তার জেরে কালীপুজোয় ভাসতে পারে অনেক জেলাই। কোথায় অবস্থান করছে এই ঝড়? দেখুন প্রতিমুহূর্তের আপডেট।

Cyclone Sitrang: মঙ্গল ভোরেই 'ল্যান্ডফল', কখন কোথায় পৌঁছবে ঘূর্ণিঝড় সিত্রাং?
সাইক্লোন সিত্রাং (ছবি সৌজন্য উইন্ডি)
| Edited By: | Updated on: Oct 23, 2022 | 11:30 PM
Share

নয়া দিল্লি: কালী পুজো দীপাবলির আলোর রোশনাইয়ে কি জল ঢালবে ‘ঘুর্ণিঝড় সিত্রাং’? গত কয়েকদিন ধরে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে বঙ্গবাসীর মনে। রবিবার বিকেলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়তো ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে না, কিন্তু তার জেরে কালীপুজোয় ভাসতে পারে এই বঙ্গের অনেক জেলাই। এদিন দিল্লির মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশের তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে স্থলভাগে আছড়ে পড়তে পারে।

ভারতের আবহাওয়া বিভাগ আরও বলেছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটায়, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল ঘূর্ণিঝড়টি। ক্রমশ এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। ২৪ তারিখ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী ২৫ অক্টোবর সকালে তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্য দিয়ে, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।


মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতেই বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ ও ২৫ অক্টোবর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

এখন কোথায় রয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং, দেখুন প্রতি মুহূর্তের আপডেট – 

গভীর নিম্নচাপের কারণে, শনিবার থেকেই মৎসজীবীদের মধ্য বঙ্গোপসাগরের গভীর সামুদ্রিক এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এদিন সর্বশেষ খবরের ভিত্তিতে, ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকার মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।