Cyclone Sitrang: মঙ্গল ভোরেই ‘ল্যান্ডফল’, কখন কোথায় পৌঁছবে ঘূর্ণিঝড় সিত্রাং?
Cyclone Sitrang landfall: রবিবার বিকেলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়তো ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে না, কিন্তু তার জেরে কালীপুজোয় ভাসতে পারে অনেক জেলাই। কোথায় অবস্থান করছে এই ঝড়? দেখুন প্রতিমুহূর্তের আপডেট।
ভারতের আবহাওয়া বিভাগ আরও বলেছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটায়, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল ঘূর্ণিঝড়টি। ক্রমশ এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। ২৪ তারিখ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী ২৫ অক্টোবর সকালে তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্য দিয়ে, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।
DD over WC BoB intensified into the CS SITRANG at 1730 hrs IST of 23rd Oct near lat 16.40N and long 88.10E, 580 km south of Sagar Island and 740 km south-southwest of Barisal (Bangladesh). To move north-northeastwards and cross Bangladesh coast between Tinkona Island and Sandwip pic.twitter.com/s961CSVSwV
— India Meteorological Department (@Indiametdept) October 23, 2022
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতেই বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ ও ২৫ অক্টোবর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
এখন কোথায় রয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং, দেখুন প্রতি মুহূর্তের আপডেট –
গভীর নিম্নচাপের কারণে, শনিবার থেকেই মৎসজীবীদের মধ্য বঙ্গোপসাগরের গভীর সামুদ্রিক এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এদিন সর্বশেষ খবরের ভিত্তিতে, ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকার মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।