তেজি তাউটের চোখ রাঙানিকে ফুৎকারে উড়িয়ে ছুটছে অক্সিজেন এক্সপ্রেস

May 17, 2021 | 4:31 PM

পশ্চিম রেলওয়ে (Western Railway) ১৬ মে গুজরাট থেকে ১৩৭ টন অক্সিজেন বহন করেছিল। ১৭ মে ১৫১ টন অক্সিজেন বহন করা হচ্ছে।

তেজি তাউটের চোখ রাঙানিকে ফুৎকারে উড়িয়ে ছুটছে অক্সিজেন এক্সপ্রেস
ছবি- টুইটার

Follow Us

নয়া দিল্লি: শক্তিশালী ঘূর্ণিঝড় তাউটে (Tauktae) চোখ রাঙাচ্ছে। তবে দমাতে পারেনি ভারতীয় রেলের জোরকে। ঠিক যেদিন গুজরাটের বুকে আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড়, সেদিনও রেলের তরফে ১৫০ মেট্রিক টন বহন করা হয়েছে। গত ২০ দিনের তুলনায় যা অনেকটাই বেশি।

সোমবার রাতের মধ্যেই গুজরাটের পোরবন্দর ও মহুভারের মধ্যে আছড়ে পড়ার কথা তেজি তাউটের। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বই বিমানবন্দর। বাণিজ্যনগরীতে প্রবল হাওয়ার দাপট সকাল থেকেই। ৭০-৭৫ কিলোমিটার বেগে হাওয়া বইছে। প্রবল বৃষ্টিতে ভাসছে একাধিক জায়গা।

এদিকে গুজরাট, মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতিও ভয়াবহ। সংক্রমিতের সঙ্গে সমান ভাবে বাড়ছে মৃত্যু। কোভিড আক্রান্তদের নিরাপদ জায়গায় রাখাও সরকারের কাছে এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ। অক্সিজেনের জোগান, হাসপাতালের বেড, ওষুধ — নজর রাখতে হচ্ছে সবদিকেই। এরইমধ্যে রেলের তরফে জানানো হয়েছে, তাউটের চোখ রাঙানিকে উপেক্ষা করেই রেল তাদের মিশন অক্সিজেন (লিক্যুইড মেডিকেল অক্সিজেন) সরবরাহ জারি রেখেছে। বিধ্বস্ত হাপা, মুন্দ্রা ও ভাদোদরার টার্মিনাল থেকেও অক্সিজেন নেওয়া হয়েছে এদিন।

আরও পড়ুন: ‘আইনে ভরসা আছে, শান্ত থাকুন’, দলীয় কর্মী-সমর্থকদের বার্তা অভিষেকের

পশ্চিম রেলওয়ে ১৬ মে গুজরাট থেকে ১৩৭ টন অক্সিজেন বহন করেছিল। ১৭ মে ১৫১ টন অক্সিজেন বহন করা হচ্ছে। গত ২৫ এপ্রিল থেকে অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে পশ্চিম রেল। প্রতিদিন প্রায় ১৩৪ টন অক্সিজেন বহন করছে তারা।

Next Article