Cyclone Tej Update: পুজোর সময়ই সমুদ্রে ফুঁসছে অতি প্রবল ঘূর্ণিঝড়! কোথায় আছড়ে পড়বে?

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 21, 2023 | 6:13 PM

আরব সাগরের পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপের জেরে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর বৃষ্টি হতে পারে ওড়িশার উপকূল। সেই নিম্নচাপ শক্তি বাড়িতে পশ্চিমবঙ্গের উপকূলের দিকেও এগিয়ে আসতে পারে। তাহলে দশমীর দিন উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কিন্তু ওই নিম্নচাপ কোন পথে এগোবে তা এখনও স্পষ্ট নয়।

Cyclone Tej Update: পুজোর সময়ই সমুদ্রে ফুঁসছে অতি প্রবল ঘূর্ণিঝড়! কোথায় আছড়ে পড়বে?
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: দুর্গাপুজোয় আবহেই সমুদ্রবক্ষে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। শনিবারই এই ঘূর্ণিঝড় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এবং ধীরে ধীরে তা স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আর তাতেই বাড়ছে চিন্তা। আরব সাগরে তৈরি হওয়া এই অতি প্রবল ঘূর্ণিঝড়ের নাম সাইক্লোন তেজ। তবে এ নিয়ে পশ্চিমবঙ্গবাসীর কোনও চিন্তা নেই। এমনকি ভারতের কপালেও দুশ্চিন্তার ভাজ ফেলবে না সাইক্লোন তেজ। প্রথমে মনে করা হয়েছিল এই সাইক্লোন গুজরাটে এসে আছড়ে পড়বে। কিন্তু এখন যে গতিপথে ঘূর্ণিঝড় এগোচ্ছে, তাতে ওমান ও ইয়েমেনে তার আছড়ে পড়ার সম্ভাবনাই বেশি। এই দুই দেশের উপকূলে তেজের প্রভাব পড়বে সবথেকে বেশি।

নবমীর রাতে অর্থাৎ ২৩ অক্টোবর সাইক্লোন তেজ আছড়ে পড়বে ইয়েমেন ও ওমান সীমান্তে। শনিবার সকাল ১১টা নাগাদ সাইক্লোল তেজ ইয়েমেনের সোকোট্রা থেকে ৯০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং ওমানের সালালা বন্দর থেকে ১১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আহমেদাবাদের আবহাওয়া দফতরের এ কথা জানানো হয়েছে। এই সাইক্লোনের নাম দিয়েছে ভারত। এর জেরে গুজরাটে কোনও প্রভাব না পড়ার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

তবে আরব সাগরের পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপের জেরে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর বৃষ্টি হতে পারে ওড়িশার উপকূল। সেই নিম্নচাপ শক্তি বাড়িতে পশ্চিমবঙ্গের উপকূলের দিকেও এগিয়ে আসতে পারে। তাহলে দশমীর দিন উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কিন্তু ওই নিম্নচাপ কোন পথে এগোবে তা এখনও স্পষ্ট নয়। আগামী দিন তা আরও স্পষ্ট করে জানা যাবে। তাই এ বারের দুর্গাপুজোর বাকি দিন এবং দশমীতেও বৃষ্টির সম্ভাবনা কম।

Next Article