Ambedkar Row: শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস কংগ্রেসের, জোটসঙ্গী তৃণমূলের পথেই রাহুলরা

Jyotirmoy Karmokar | Edited By: Avra Chattopadhyay

Dec 19, 2024 | 9:45 PM

Ambedkar Row: সকাল থেকেই ধাপে ধাপে আম্বেদকর ইস্যুকে কেন্দ্র করে চড়েছে রাজনৈতিক উত্তাপ। এই পরিস্থিতিতে তৃণমূলের পথেই শাহের বিরুদ্ধে পদক্ষেপ কংগ্রেসের। সদনে দাঁড়িয়ে কোনও রকম দুর্ব্যবহার, অবমাননাকর মন্তব্য বা এমন আচরণ যাতে সদনের সঙ্গে যুক্ত কারও অসম্মান হয়, সবগুলিই স্বাধিকার ভঙ্গের শামিল,বলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

Ambedkar Row: শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস কংগ্রেসের, জোটসঙ্গী তৃণমূলের পথেই রাহুলরা
অমিত শাহ (বাঁদিকে), মল্লিকার্জুন খাড়্গে (ডানদিকে)

Follow Us

নয়াদিল্লি: তৃণমূলের জুতোতেই পা গলাল কংগ্রেস। গতকাল তৃণমূলের ডেরেক ও ব্রায়েনের পর আজ কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে। আম্বেদকর ইস্যুতে শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল কংগ্রেস।

উল্লেখ্য, সকাল থেকেই ধাপে ধাপে আম্বেদকর ইস্যুকে কেন্দ্র করে চড়েছে রাজনৈতিক উত্তাপ। এই পরিস্থিতিতে তৃণমূলের পথেই শাহের বিরুদ্ধে পদক্ষেপ কংগ্রেসের। সদনে দাঁড়িয়ে কোনও রকম দুর্ব্যবহার, অবমাননাকর মন্তব্য বা এমন আচরণ যাতে সদনের সঙ্গে যুক্ত কারও অসম্মান হয়, সবগুলিই স্বাধিকার ভঙ্গের শামিল,বলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যসভায় সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় অমিত শাহ বলেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্য়ের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইস্তফা থেকে ক্ষমা শাহকে নানা ভাবেই তীর ছুড়েছে বিরোধী শিবির।

বুধবার শাহের বিরুদ্ধে দিনভর বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেসও। স্বাধিকার ভঙ্গের নোটিস দেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। অবশ্য ডেরেকে এহেন পদক্ষেপের প্রশংসা করেন খোদ আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর। তিনি বলেন, ‘ডেরেককে লড়াইয়ে সঙ্গী হতে দেখে ভাল লেগেছে’। তারপরই আজ জোটসঙ্গীর পথেই কংগ্রেস।

অবশ্য, নিজের বিরুদ্ধে আসা সকল অভিযোগকেই একেবারে ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ‘আমার বক্তব্যগুলিকে বদলে দেওয়া হয়েছে। কংগ্রেসই এই ধরণের আচরণ করে থাকে। আমি এমন একটা দলের সদস্য, যারা কোনওদিন দুঃস্বপ্নেও আম্বেদকরের বিরুদ্ধে অপমানজনক কথা বলতে পারে না’।

Next Article