TMC Delegate to Visit Wayanad: ৩০০ ছুঁইছুঁই মৃতের সংখ্যা, ওয়েনাডে ছুটল তৃণমূলের প্রতিনিধি দল
Wayanad Landslide: অতিবৃষ্টির জেরে মঙ্গলবারই ভয়ঙ্কর ভূমিধস নামে কেরলের ওয়েনাডের পার্বত্য এলাকায়। প্রায় ১৫টি ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে ধস নামে। বিপর্যয়ে এখনও পর্যন্ত কমপক্ষে ২৮৯ জনের মৃত্যু হয়েছে। আহত ২০০-রও বেশি মানুষ। কাদামাটির নীচে এখনও শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা।
তিরুবনন্তপুরম: মৃত্যুপুরীর থেকে কম কিছু নয়! ওয়েনাডের চিত্রটা দেখলে এর থেকে সঠিক বর্ণনা হয়তো আর কিছু হয় না। মাইলের পর মাইল জুড়ে বিপর্যস্ত জনপদ, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বাড়িঘর। পাহাড় ভেঙে নেমে আসা পাথর ও কাদামাটির নীচে চাপা পড়ে শতাধিক মানুষ। কেরলের ওয়েনাডে ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৩০০ ছুঁইছুঁই। বিপর্যস্ত ওয়েনাডে এবার যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন।
বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্য়ান্ডেলে লেখেন, “কেরলের ওয়েনাডে ভূমিধসের খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বড় বিপর্যয় নেমে এসেছে সেখানে। মানবতার খাতিরে আমরা দলের দুই সাংসদ সাকেত গোখলে ও সুস্মিতা দেবকে পাঠানো হচ্ছে বিপর্যস্ত এলাকায়। ওঁরা দুই দিন থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে যাবতীয় সাহায্য ও সহযোগিতা করবে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
We are greatly perturbed by the news of the Wayanad landslides in Kerala. It is really a grave disaster.
On humanitarian grounds, we are sending a team of two of our MPs – Saket Gokhale & Sushmita Dev – to visit the affected areas. They will stay there for two days and will…
— Mamata Banerjee (@MamataOfficial) August 1, 2024
সাংসদ পদ থেকে ইস্তফা দিলেও নিজের কেন্দ্রকে ভুলে যাননি রাহুল। গতকাল, বৃহস্পতিবারই ওয়েনাডে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। ঘুরে দেখেন বিপর্যস্ত এলাকা। হাসপাতাল ও ত্রাণ শিবিরে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। এবার ওয়েনাডে যাচ্ছে ইন্ডিয়া জোটের শরিক, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে ওয়েনাড কেন্দ্র থেকেও রাহুল নির্বাচিত হলেও, সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। প্রিয়ঙ্কা গান্ধীর এই পদে প্রার্থী হওয়ার কথা।
অতিবৃষ্টির জেরে মঙ্গলবারই ভয়ঙ্কর ভূমিধস নামে কেরলের ওয়েনাডের পার্বত্য এলাকায়। প্রায় ১৫টি ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে ধস নামে। বিপর্যয়ে এখনও পর্যন্ত কমপক্ষে ২৮৯ জনের মৃত্যু হয়েছে। আহত ২০০-রও বেশি মানুষ। কাদামাটির নীচে এখনও শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। সেনা বাহিনী এখনও পর্যন্ত ১০০০-রও বেশি মানুষকে উদ্ধার করেছে। ভারী যন্ত্রাংশের অভাব, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলেই জানা গিয়েছে।