AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi CM: নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী, হাসপাতালে নিয়ে যাওয়া হল রেখা গুপ্তাকে

Delhi CM: এক প্রত্যক্ষদর্শী বলেন, "মুখ্যমন্ত্রী প্রত্যেকর সঙ্গে আলাদা করে কথা বলছিলেন। ওই যুবক নিজের কথা বলতে গিয়েছিলেন। তখনই ঘটনাটি ঘটে।" ওই প্রত্যক্ষদর্শী জানান, মুখ্যমন্ত্রীকে চড় মারেন ওই যুবক।

Delhi CM: নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী, হাসপাতালে নিয়ে যাওয়া হল রেখা গুপ্তাকে
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (ফাইল ফোটো)Image Credit: PTI
| Updated on: Aug 20, 2025 | 11:29 AM
Share

নয়াদিল্লি: নিজের বাসভবনে আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার সকালে নিজের বাসভবনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় তাঁর উপর এক ব্যক্তি হামলা চালান। মুখ্যমন্ত্রীকে চড় মারেন বলে অভিযোগ। তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজের বাসভবনে ‘জনশুনানি’ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেইমতো এদিন সকালেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি। সবার অভাব অভিযোগ শুনছিলেন। হামলাকারীও সেই জনশুনানিতে এসেছিলেন। তিনি নিজের কথা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান। আচমকা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীকে তিনি চড় মারেন এবং চুল ধরে টানেন বলে অভিযোগ। তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে ধরে ফেলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা। হামলাকারীর ব্যক্তির নাম রাজেশ ভাই খিমজি বলে জানা গিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “মুখ্যমন্ত্রী প্রত্যেকর সঙ্গে আলাদা করে কথা বলছিলেন। ওই ব্যক্তি নিজের কথা বলতে গিয়েছিলেন। তখনই ঘটনাটি ঘটে।” ওই প্রত্যক্ষদর্শী জানান, মুখ্যমন্ত্রীকে চড় মারেন ওই ব্যক্তি।

হামলাকারী ব্যক্তি

বিজেপির বর্ষীয়ান নেতা হরিশ খুরানা বলেন, “ওই জনশুনানিতে হাজির এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর উপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।” এই হামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা। এই হামলার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে তিনি জানান।

ঘটনার নিন্দা করেছে কংগ্রেসও। একইসঙ্গে দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছে। তাদের প্রশ্ন, দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হল, তাহলে দিল্লিতে সাধারণ মহিলারা কতটা নিরাপদ?

এদিকে, হামলার পর জনশুনানিতে আসা সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হামলাকারী ব্যক্তি একাই এসেছিলেন নাকি কারও সঙ্গে এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরীবালের উপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। তাঁর গায়ে কালি ছেটানো হয়েছে।