Delhi Election Result: রাজধানীতে পালাবদলের ইঙ্গিত! পিছিয়ে কেজরীবাল, হাফ সেঞ্চুরির পথে বিজেপি
Delhi Election Result: পোস্টাল ব্যালটের গণনা শুরু হওয়ার পর থেকেই এগোতে শুরু করেছে বিজেপি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পালাবদলের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

নয়া দিল্লি: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিল্লির বিজেপি দফতরে বাড়ছে ভিড়। সকালে পোস্টাল ব্যালটের গণনা শুরু হওয়ার পরই আম আদমি পার্টি যেভাবে ধাক্কা খেতে শুরু করেছে, তাতে ২৭ বছর পর বদলের ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। বুথ ফেরত সমীক্ষা কি তবে মিলে যাচ্ছে! দিনের শুরুতে সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে।
বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় দিল্লিতে বিজেপির সরকার গড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। শনিবার সকাল ৮টা শুরু হয় ভোট গণনা। শুরুতেই পোস্টাল ব্যালটের গণনা চলে। আর তাতেই বড় ধাক্কা খায় আপ (AAP)। প্রায় ২ ঘণ্টা গণনার পর ৪০টিরও বেশি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। আপ এগিয়ে রয়েছে মাত্র ২৮টি আসনে। গণনা শেষ হওয়ার এখনও অনেক বাকি। তবে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সকালের ট্রেন্ডই বজায় থাকবে।
আপ-এর একাধিক বড় মুখও পিছিয়ে গিয়েছে। নয়া দিল্লি আসনে পিছিয়ে রয়েছেন খোদ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল, কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। পিছিয়ে রয়েছেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও।
২০১৩ সালের ২৮ ডিসেম্বর প্রথম ক্ষমতায় আসে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী হন কেজরীবাল। দিল্লির সাধারণ মানুষ তথা পিছিয়ে পড়া শ্রেণির জন্য একাধিক কাজ করেছে আপ। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছে। তবে সাম্প্রতিককালে আপ-এর একাধিক প্রকল্প ধাক্কা খেয়েছে। বিভিন্ন প্রস্তাব পাশ হওয়ার পর কার্যকর করার ক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন দিল্লির লেফট্যানেন্ট গভর্নর। বিশ্লেষকদের একাংশ মনে করছে, সেই সুযোগেই ব্যাপক প্রচার চালিয়েছে বিজেপি। এছাড়াও সামনে ছিল দুর্নীতি ইস্যু। আবগারি মামলায় জেল খেটেছেন কেজরীবাল, সিসোদিয়া। তবে দিল্লিবাসী কাকে সরকারে দেখতে চায়, তা স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে।





