Hearing at Midnight: আবাস যোজনার মামলায় রাত ৩টেয় বাড়িতেই আদালত বসালেন বিচারক!
Delhi Judge Holds Hearing At Midnight: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়া এক ব্যক্তির অভিযোগের পরেই সামনে আসে এই দুর্নীতি চক্র। ওই ব্যক্তি অভিযোগ করেন, প্রকল্পের দরুন বরাদ্দ ফ্ল্যাটটি তাঁকে না দিয়ে বিক্রি করে দিয়েছেন অভিযুক্ত। বৃহস্পতিবার গ্রেফতারির পর শনিবার অভিযুক্তকে আদালতে তোলে ইডি। তাও আবার রাত ২টো বেজে ২৫ মিনিটে।

নয়াদিল্লি: নিজের বাড়িতেই আদালত বসালেন বিচারক। তাও আবার গভীর রাতে। ঘড়ির কাঁটা বলছে, তখন বেজে গিয়েছে আড়াইটে। এই সময় নিজের বাসভবনেই গোটা আদালত বসিয়ে ফেললেন বিচারক। কিন্তু কেন? ঘটনা দিল্লির পটীয়ালা হাউস কোর্টের। আর্থিক তছরুপের মামলায় নিজের বাড়িতেই শুনানি পর্ব শুরু করেন অতিরিক্ত দায়রা আদালতের বিচারক শেফালি বার্নালা ট্যান্ডন। অভিযুক্তকে মুক্তি দেওয়া হবে নাকি ইডি হেফাজতে পাঠানো হবে, তা-ই বিচার করতে বসেছিলেন তিনি। অবশ্য, দু’পক্ষের সওয়াল-জবাবের পর অভিযুক্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার নেপথ্যে?
আইন পরিবেশনকারী সংবাদমাধ্যম ‘বার অ্য়ান্ড বেঞ্চের’ প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তের নাম স্বরাজ সিং যাদব। তিনি গুরুগ্রামের একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি অবৈধ ভাবে বিক্রির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তি বৃহস্পতিবার অর্থাৎ ১৩ নভেম্বর তাঁকে গ্রেফতার করে ইডি। মোট ২২ কোটি টাকারও বেশি আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে স্বরাজের বিরুদ্ধে।
ইডি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়া এক ব্যক্তির অভিযোগের পরেই সামনে আসে এই দুর্নীতি চক্র। ওই ব্যক্তি অভিযোগ করেন, প্রকল্পের দরুন বরাদ্দ ফ্ল্যাটটি তাঁকে না দিয়ে বিক্রি করে দিয়েছেন অভিযুক্ত। বৃহস্পতিবার গ্রেফতারির পর শনিবার অভিযুক্তকে আদালতে তোলে ইডি। তাও আবার রাত ২টো বেজে ২৫ মিনিটে। এরপর ইডির আবেদনের ভিত্তিতে ৩টে ৫ মিনিটে নিজের বাসভবনেই আদালত বসান বিচারক ট্যান্ডন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে সওয়াল-জবাব পর্ব।
বিচারক যখন গভীর রাতের আদালত বসিয়েছেন, সেই সময় স্বরাজের আইনজীবী মাঝ রাস্তায়। অভিযুক্তকে নিজের বাড়িতে ফোন করতে দেওয়ার অনুমতিও দেওয়া হয়। এরপর সাড়ে তিনটে নাগাদ শুরু হয় শুনানি। সকাল সাড়ে ৬টার সময় অভিযুক্তকে ২৮ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
