I.N.D.I.A: বিরোধী-জোট ‘ইন্ডিয়া’ নামকরণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Sudeshna Ghoshal | Edited By: Sukla Bhattacharjee

Jul 19, 2023 | 8:00 PM

I.N.DI.A: বিরোধী শিবিরের জোট 'ইন্ডিয়া' গঠিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার বিকালে থানায় অভিযোগ দায়ের হল। বিরোধী জোটের নামকরণের বিরুদ্ধেই দিল্লির বারাখাম্বা রোড থানায় অভিযোগ দায়ের করেছেন ডা. অভিনাশ মিশ্র।

I.N.D.I.A: বিরোধী-জোট ইন্ডিয়া নামকরণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকেই স্থির হয় জোটের নাম। ফাইল ছবি।
Image Credit source: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: ২০২৪ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছে বিরোধী-জোট। মঙ্গলবার বেঙ্গালুরুতে (Bengaluru) আয়োজিত বৈঠকে অবিজেপি দলগুলির গঠিত জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A)। যা নিয়ে গোড়া থেকেই বিতর্ক শুরু হয়েছিল। তীব্র সমালোচনা শুরু করেছিল বিজেপি। এবার এই নামকরণ নিয়ে বিতর্ক গড়াল থানায়। বিরোধী-জোট ‘ইন্ডিয়া’ নামকরণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দিল্লির সমাজকর্মী, চিকিৎসক অভিনাশ মিশ্র।

বিরোধী শিবিরের জোট ‘ইন্ডিয়া’ গঠিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার বিকালে থানায় অভিযোগ দায়ের হল। বিরোধী জোটের নামকরণের বিরুদ্ধেই দিল্লির বারাখাম্বা রোড থানায় অভিযোগ দায়ের করেছেন ডা. অভিনাশ মিশ্র। বেঙ্গালুরুর বৈঠকে উপস্থিত থাকা ২৬টি বিরোধী দলের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধী দল গুলি ‘এমব্লেমস’ (প্রতীক) আইন ভঙ্গ করেছে, ইন্ডিয়া নাম ব্যবহার করে দেশের নাগরিকদের ভাবমূর্তিতে আঘাত করেছে। এবার পুলিশ কী পদক্ষেপ করে এবং এর জল কতদূকর গড়ায়, সেটাই দেখার। আদৌ বিরোধী-জোটের এই নাম টিকবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

প্রসঙ্গত, বিরোধী-জোট ছাড়া কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করা সম্ভব নয়। তাই বিরোধী-ঐক্য গড়ার সলতে পাকানোর কাজ অনেক আগেই শুরু করেছিলেন একসময়ের এনডিএ শরিক, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার। তারপর বিজেপি-বিরোধী দলগুলিকে একত্রিত করতে পাটনায় বৈঠকেরও আয়োজন করেন তিনি। এরপর মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠক বসে এবং ২৬টি দল একজোট হয়। সেই বৈঠকেই বিরোধী-জোটের নাম দেওয়া হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (Indian National Development Inclusive Alliance), সংক্ষেপে ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A)। বিরোধী-জোটের এই নামকরণ নিয়েই তীব্র বিতর্ক শুরু হয়। এভাবে দেশের নাম ব্যবহার করা যায় না বলে দাবি জানান অনেকে। আবার জোটের নাম ‘ইন্ডিয়া’দিলেই স্বদেশপ্রেমী হওয়া যায় না বলে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব।

Next Article