AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Metro Fare Hike: ৮ বছর পর বাড়ল মেট্রোর ভাড়া, বিমানবন্দর রুটে ৫ টাকা বেশি খরচ

Delhi Metro: সমস্ত স্টেশনে ইতিমধ্যেই নতুন চার্ট লাগানো হয়েছে। বিজ্ঞপ্তিও টাঙানো হয়েছে ভাড়া বৃদ্ধির ঘোষণা করে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফেও ভাড়া বৃ্দ্ধির খবর নিশ্চিত করা হয়েছে। সমস্ত লাইনেই এই ভাড়া বৃদ্ধি করা হচ্ছে।

Delhi Metro Fare Hike: ৮ বছর পর বাড়ল মেট্রোর ভাড়া, বিমানবন্দর রুটে ৫ টাকা বেশি খরচ
দিল্লি মেট্রোর ভাড়া বাড়ল। Image Credit: PTI
| Updated on: Aug 25, 2025 | 9:22 AM
Share

নয়া দিল্লি: বাড়ছে খরচ, বৃদ্ধি করা হল মেট্রো রেলের ভাড়া। কলকাতা যেখানে নয়া তিন মেট্রোর লাইন পেয়েছে, সেখানেই রাজধানীর বাসিন্দাদের জন্য খারাপ খবর। বেড়ে গেল মেট্রো রেলের ভাড়া। আজ, ২৫ অগস্ট থেকেই নতুন ভাড়া কার্যকর হচ্ছে।

২০১৭ সালের পর এই প্রথম দিল্লি মেট্রোর ভাড়া বাড়ল। সমস্ত স্টেশনে ইতিমধ্যেই নতুন চার্ট লাগানো হয়েছে। বিজ্ঞপ্তিও টাঙানো হয়েছে ভাড়া বৃদ্ধির ঘোষণা করে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফেও ভাড়া বৃ্দ্ধির খবর নিশ্চিত করা হয়েছে। সমস্ত লাইনেই এই ভাড়া বৃদ্ধি করা হচ্ছে।

কত ভাড়া বাড়ছে?

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, সমস্ত রুটে ১ টাকা থেকে ৪ টাকা ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। এয়ারপোর্ট লাইনে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হচ্ছে।

নতুন ভাড়ার স্ল্য়াব-

  • ০ থেকে ২ কিলোমিটারের মধ্যে – ১১ টাকা ভাড়া
  • ২ থেকে ৫ কিলোমিটারের মধ্যে- ২১ টাকা ভাড়া
  • ৫ থেকে ১২ কিলোমিটারের মধ্যে- ৩২ টাকা ভাড়া
  • ১২ থেকে ২১ কিলোমিটারের মধ্যে- ৪৩ টাকা ভাড়া
  • ২১ থেকে ৩২ কিলোমিটারের মধ্যে- ৫৪ টাকা ভাড়া
  • ৩২ কিলোমিটারের বেশি দূরত্বে- ৬৪ টাকা ভাড়া হবে

রবিবার ও ছুটির দিনগুলিতে আবার মেট্রোর ভাড়া কম হবে। এই দিনগুলিতে-

  • ০ থেকে ২ কিলোমিটারের মধ্যে- ১১ টাকা ভাড়া
  • ২ থেকে ৫ কিলোমিটারের মধ্যে- ১১ টাকা ভাড়া
  • ৫ থেকে ১২ কিলোমিটারের মধ্যে- ২১ টাকা ভাড়া
  • ১২ থেকে ২১ কিলোমিটারের মধ্যে-৩২ টাকা ভাড়া
  • ২১ থেকে ৩২ কিলোমিটারের মধ্যে – ৪৩ টাকা ভাড়া
  • ৩২ কিলোমিটারের বেশি দূরত্বে- ৫৪ টাকা ভাড়া হবে।

এর আগে ২০১৭ সালে শেষবার ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। ন্যূনতম ভাড়া ছিল ১০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া করা হয় ৬০ টাকা।