Fire Incident on Diwali: দীপাবলির রাতে ৩১৮ জায়গায় আগুন! বন্ধ ফ্ল্যাটে পুড়ে ছাই পোষ্য কুকুর
Fire Incident on Diwali: দীপাবলির রাত ব্যস্ততায় ভরপুর রইল দিল্লির দমকল বিভাগের জন্য। ঘনঘন বাজল ফোন। আগুন লাগার খবর পেয়েই ইতিউতি ছুটলেন দমকলকর্মীরা। দীপাবলিতে গভীর রাত পর্যন্ত দিল্লি ও সংলগ্ন এলাকা মিলিয়ে মোট ৩১৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নয়া দিল্লি: উৎসবে, আনন্দে যখন সবাই মুখর, সেই সময় রাতভর আগুন নেভাতেই ব্যস্ত দমকলকর্মীরা। দীপাবলির রাত ব্যস্ততায় ভরপুর রইল দিল্লির দমকল বিভাগের জন্য। ঘনঘন বাজল ফোন। আগুন লাগার খবর পেয়েই ইতিউতি ছুটলেন দমকলকর্মীরা। জানা গিয়েছে, দীপাবলিতে গভীর রাত পর্যন্ত দিল্লি ও সংলগ্ন এলাকা মিলিয়ে মোট ৩১৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিগত ১০ বছরে এটাই একদিনে সর্বাধিক অগ্নিকাণ্ডের ঘটনা।
দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, দীপাবলির রাতে মোট ৩১৮টি ফোন এসেছে। এর মধ্যে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে। অদিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনাই পশ্চিম গ্রেটার নয়ডা এলাকায় ঘটেছে। ১০টি জায়গায় বড়সড় আগুন লাগে। অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ১২ জন।
জানা গিয়েছে, দীপাবলির রাতে দিল্লি সংলগ্ন, উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে একাধিক জায়গায় আগুন লাগে। কোথাও আতশবাজি থেকে, কোথাও আবার শর্ট সার্কিট থেকে। পশ্চিম গ্রেটার নয়ডার আম্রপালি জোডিয়াক সোসাইটির ডি টাওয়ারের ১১ তলায় আগুন লাগে। তবে দমকলের তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়।
এছাড়াও গ্রেটার নয়ডা পশ্চিমের সুপারটেক ইকো ভিলেজ ১ সোসাইটির জে টাওয়ারের ১৩ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এই আগুন ক্রমাগত বাড়তে থাকে এবং একই টাওয়ারের বিভিন্ন তলার তিনটি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। ওই টাওয়ারেই একটি ফ্ল্যাটে বাঁধা ছিল পোষ্য কুকুর। প্রাণ বাঁচাতে বাড়ির মালিক বেরিয়ে এলেও, কুকুরটিকে বের করে আনতে পারেননি। পুড়ে মারা যায় পোষ্য কুকুরটি।
গ্রেটার নয়ডা পশ্চিমের মহাগুন মেউডস সোসাইটির একটি টাওয়ারের ২৩ তলায় আগুন লাগে। দমকল গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। গাজিয়াবাদ কমিশনারেটের ইন্দিরাপুরম থানা এলাকার অন্তর্গত জ্ঞান খণ্ড ৩-এ একটি জুতার দোকানে ভয়াবহ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে দোকানের আগুন পাশের ফ্ল্যাটেও পৌঁছে যায়। দমকলের ছয়টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশেপাশের ফ্ল্যাটগুলির বাসিন্দাদেরও নিরাপদে বের করে আনা হয়।