নয়াদিল্লি: মেট্রোর মেঝেয় শুয়ে দুই তরুণীর সে কী রঙ মাখামাখি! রিলস বানিয়ে ভাইরাল হয়েছিলেন ঠিকই। তবে এর পর থেকে একের পর এক আইনি জটিলতায় জড়াতে হচ্ছে। দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে তাঁদের নামে। অশালীন অঙ্গভঙ্গি, সহযাত্রীদের বিড়ম্বনায় ফেলার মত পরিস্থিতি তৈরি করা-সহ একাধিক অভিযোগ ওঠে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন অ্যাক্ট বা ডিএমআরসিএ মেনে তদন্ত শুরু হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে প্রথমে। নোটিস দিয়ে ডাকা হয়। জামিন নিয়ে ছাড়া পান তাঁরা। শোনা যাচ্ছে, মেট্রোয় অশ্লীল ভিডিয়ো বানানোর দায়ে তাঁদের জরিমানাও দিতে হয়েছে।
২১ মার্চের ঘটনায় গত ৮ এপ্রিল একটি অভিযোগ দায়ের করে ডিএমআরসি। তারা অভিযোগপত্রে জানায়, ওই ভিডিয়ো নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। এরপর তদন্তে নেমে নয়ডা পুলিশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁদের খোঁজ পায়। এরপর ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। দু’জনে স্বীকারও করেছেন, তাঁরা মেট্রোয় রিলস বানিয়েছেন। জানা গিয়েছে, একজন গৌতমবুদ্ধনগরের বাসিন্দা। আরেকজনের বাড়ি উত্তরাখণ্ডে।
যে ভিডিয়োটি ভাইরাল হয়, তাতে দেখা যায় দুই তরুণী একে অপরকে রং মাখাতে মাখাতে কখনও গায়ের উপর উঠে পড়ছেন, কখনও আবার একজন আরেকজনকে মেট্রোয় মেঝেতে শুইয়ে রং মাখাচ্ছেন। নেটিজেনদের মতে, সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য যা করা যায়, তাঁরা সবটাই চেষ্টা করেছেন। আর তা করতে গিয়েই শালীনতার সীমাটাই ভুলে মেরে দিয়েছেন। মেট্রোয় রং খেলা নিয়ে প্রথমেই প্রশ্ন উঠেছিল। সঙ্গে এমন অঙ্গভঙ্গি। প্রথম থেকে কড়া ব্যবস্থার দাবি ওঠে।
We need a law against this asap pic.twitter.com/3qH1aom1Ml
— Madhur Singh (@ThePlacardGuy) March 23, 2024