আলমারিতে ৫০ হাজার টাকা অক্ষত, চুরি গেল ১,৭১০ ডোজ করোনা ভ্যাকসিন!

সৈকত দাস |

Apr 22, 2021 | 3:32 PM

১,৭১০ ডোজ করোনা ভ্যাকসিন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ছিল ১,২৭০ টি কোভিশিল্ড আর ৪৪০টি কোভ্যাকসিন।

আলমারিতে ৫০ হাজার টাকা অক্ষত, চুরি গেল ১,৭১০ ডোজ করোনা ভ্যাকসিন!
নিজস্ব চিত্র

Follow Us

জ্যোতির্ময় রায়: সমস্ত রেকর্ড ছাপিয়ে দেশে ৩ লাখ পেরিয়ে গিয়েছে করোনার দৈনিক সংক্রমণ। হাসপাতালে জায়গা নেই, অক্সিজেনের অভাব, সর্বত্র ফুটে হয়েছে অসাহয়তার চিত্র। এ দিকে চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের যোগান কম থাকার ছবিও ফুটে হয়েছে অনেক জায়গায়। তার মধ্যেই বিপুল পরিমাণ ভ্যাকসিনের ডোজ চুরি যাওয়ার ঘটনা ঘটল হরিয়ানার ঝিন্দ জেলার একটি হাসপাতাল থেকে!

মোট ১,৭১০ ডোজ করোনার ভ্যাকসিন চুরির অভিযোগ উঠল ঝিন্দ জেলার একটি স্থানীয় হাসপাতালের পিপিসি সেন্টার থেকে। পিপিসি সেন্টার ইনচার্জের অভিযোগ অনুযায়ী কোভিশিল্ডের ১,২৭০ ডোজ এবং কোভ্যাকসিনের ৪৪০ ডোজ ভ্যাকসিন চুরি গিয়েছে।

যেখানে মা এবং বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে, সেই পিপিসি সেন্টারে করোনা ভ্য়াকসিন রাখার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে কর্মীরা এসে দেখেন, সেন্টারের দরজার তালা ভাঙা। খোঁজ করে দেখা যায় করোনা ভ্যাকসিনের সব ডোজ উধাও হয়ে গিয়েছে। মোট ১,৭১০ ডোজ করোনা ভ্যাকসিন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ছিল ১,২৭০ টি কোভিশিল্ড আর ৪৪০টি কোভ্যাকসিন। এই অবস্থায় হাসপাতালে এদিন ভ্যাকসিন নিতে আসা মানুষদের এমনিই বাড়ি ফিরে যেতে হয়।

এদিকে করোনা ভ্যাকসিনের পাশেই রাখা ছিল পোলিও ও অন্যান্য ভ্যাকসিনের বাক্স। তাতে কিন্তু চোর হাত দেয়নি। এমনকি আলমারিতে রাখা টাকাও স্পর্শ করেনি তারা! এই প্রসঙ্গে এসএসপি ওপি নারওয়াল বলেন, ‘মনে হচ্ছে এটা ওষুধ কারবারির সঙ্গে যুক্তদের কাজ। আশ্চর্যের বিষয় হল, আলমারিতে রাখা ৫০ হাজার টাকা অক্ষত রয়েছে।’ তিনি যোগ করেন, একটা চক্র রয়েছে যারা ভ্যাকসিন পাচার করছে দিল্লিতে। কয়েকদিন আগে একটা দল ধরা পড়েছে পানিপথে। এই চুরির তদন্ত চলছে।

আরও পড়ুন: সংক্রমণ বাড়লেও রাজ্যে টিকার আকাল, ভিড় কমাতে ‘স্পট রেজিস্ট্রেশন’ বন্ধ করল কেরল

এদিকে সিসিটিভিতে দুই ব্যক্তিকে দেখা গিয়েছে। বুধবার রাত ১২টা ৪০ মিনিটে পার্শ্ববর্তী টিবি হাসপাতালের দেওয়াল টপকে তাদের পিপিসি সেন্টারে আসতে দেখা গিয়েছে।

 

Next Article