জ্যোতির্ময় রায় : দেশে করোনার সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ এখন অনেকাংশে নিয়ন্ত্রণে। কেন্দ্র ও রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়মিত চেষ্টা করে চলেছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও সিদ্ধান্ত নিয়েছে যে তাদের তৈরি করোনার ওষুধ ২-ডিজি তৈরির প্রযুক্তি ভারতের ওষুধ নির্মাণকারীদের হাতে তুলে দেওয়া হবে। এর জন্য কোন ওষুধ প্রস্তুতকারী সংস্থা উৎসা্হী তা জানতে চাওয়া হয়েছে। এর জন্য ইওআই দিতে হবে সংস্থাগুলিকে।
ডাঃ রেড্ডি ল্যাবরেটরিজের সহযোগিতায় ডিআরডিওর গবেষণাগার, নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালিড সায়েন্সেস (আইএনএমএএস) ২-ডিজি ওষুধ তৈরি করেছে। ক্লিনিকাল পরীক্ষার ফলাফলগুলিতে দেখা যায় যে এটি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুত সুস্থ হতে এবং অক্সিজেনের উপর নির্ভরতা কমাতে সাহায্য করে।
ইওআই ডকুমেন্ট অনুসারে, ১৭ জুনের আগে ইমেলের মাধ্যমে আবেদনগুলি করতে হবে এবং আবেদনের পরে একটি প্রযুক্তিগত মূল্যায়ন কমিটি (টিএসি) ইওআইগুলি পরীক্ষা করা দেখবে। কেবলমাত্র ১৫ টি সংস্থাকে তাদের দক্ষতার ভিত্তিতে প্রথম সারিতে আনা হবে। এর জন্য ওষুধ লাইসেন্সিং কর্তৃপক্ষের থেকে পাওয়া ড্রাগ তৈরির লাইসেন্স থাকতে হবে।
আরও পড়ুন: জাতীয় স্তরের অ্যাথলিট হয়ে উঠেছিল অপরাধ দুনিয়ার ‘রাজা’, কে এই জয়পাল সিং ভুল্লার?
ডিআরডিও আগেই ২-ডিজি ওষুধ ব্যবহারের বিষয়ে নির্দেশিকা জারি করেছিল। সংস্থাটি পরিষ্কারভাবে জানিয়েছে যে এই ওষুধটি কেবলমাত্র চিকিৎসকদের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপত্রের অধীনে করোনা রোগীদের দেওয়া যাবে। ডিআরডিও দ্বারা জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে ২-ডিজি ওষুধ শুধুমাত্র করোনার রোগীদের জরুরি ব্যবহারের জন্য। এই ওষুধটি হাসপাতালে ভর্তি করোনার রোগীদের অ্যাডজাস্টিভ থেরাপি হিসেবে ব্যবহার করা উচিত।