Indian Army’s Power: ভোল বদলে যাবে যুদ্ধবিমানের, হাতে আসবে DRDO-র নতুন মিসাইল সিস্টেম! কবে থেকে আরও বিধ্বংসী হচ্ছে ভারতীয় সেনা
Indian Army’s Power: Defence Acquisition Council এর বৈঠকের সভাপতিত্ব করার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের। সেখানে সেনার আত্মনির্ভরতা বাড়াতে আরও বেশ কিছু পদক্ষেপ করা হতে পারে বলে খবর। হাতে আসতে পারে আরও অনেক দেশীয় অস্ত্র।

নয়া দিল্লি: অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার ক্ষমতা দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে গোটা বিশ্বের। আত্মনির্ভর ভারতের ক্ষমতা তাক লাগিয়ে গিয়েছে প্রথম বিশ্বের দেশগুলিকে। এবার আরও বাড়ছে শক্তি। আরও সহজ করে বললে ভারতীয় বায়ুসেনার হাতে এবার এমন সব অস্ত্র আসছে যা দেখে চোখ একেবারে ছানাবড় হয়ে যেতে পারে শত্রুদের। আর তা সবই তৈরি হচ্ছে দেশের মাটিতে। সূত্রের খবর, প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের আসন্ন (Defence Acquisition Council) সভায়, সেনাবাহিনীকে DRDO-এর তৈরি কুইক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম QRSAM কেনার অনুমোদন দেওয়া হতে পারে। যার জন্য খরচ হতে পারে প্রায় ৩০ হাজার কোটি টাকা। আর তা এলে যে ভারতীয় সেনার ক্ষমতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
Defence Acquisition Council এর বৈঠকের সভাপতিত্ব করার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের। সেখানে সেনার আত্মনির্ভরতা বাড়াতে আরও বেশ কিছু পদক্ষেপ করা হতে পারে বলে খবর। হাতে আসতে পারে আরও অনেক দেশীয় অস্ত্র। এর মধ্যে যেমন রয়েছে স্থল সেনার নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, তেমনই বিমান বাহিনীর জন্য গুপ্তচর বিমান। নৌবাহিনীর জন্য সাবমেরিন সহ থাকছে সব বিধ্বংসী অস্ত্র।
সূত্রের খবর, গোটা প্রোগামের জন্য সরকারের তরফে প্রায় ১ লক্ষ কোটি টাকা খরচ করা হতে পারে। এই গোটা কর্মকাণ্ডের মধ্যেই ভারতীয় বায়ু সেনার হাতে থাকা ৮৪টি সুখোই, ৩০ এমকেআই ফাইটার জেটকে আধুনিক মোড়কে সাজানোর পরিকল্পনা হতে পারে। যার জেরে তারা শত্রু নিধনে হয়ে উঠবে আরও বিধ্বংসী।
