DYFI: ঝুলছে DYFI-এর পতাকা, তারস্বরে চলছে বামপন্থী গান, মন্দিরে পুজোর ধরন মাথা ঘুরবে যে কারওর

Avra Chattopadhyay |

Mar 16, 2025 | 3:04 PM

Kerala News: কেরলের মন্দিরে এমন রাজনৈতিক কর্মকাণ্ড যে একা সিপিএমই করছে এমনটা নয়। গত সপ্তাহেও প্রায় একই ঘটনা ঘটেছে পেরুম্বাভুরের একটি মন্দিরে।

DYFI: ঝুলছে DYFI-এর পতাকা, তারস্বরে চলছে বামপন্থী গান, মন্দিরে পুজোর ধরন মাথা ঘুরবে যে কারওর
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

তিরুবনন্তপুরম: একদিকে মন্দিরে যখন পুজো চলছে, সেই সময় ভক্তির গান না বাজিয়ে, বাজানো হচ্ছে প্রতিবাদী গান। বাজাচ্ছে কারা? বাম নেতারা। এমনই কাণ্ড ঘটেছে কেরলে।

দেশের একমাত্র এই রাজ্যেই শাসন ক্ষমতায় রয়েছে বামেরা। গোটা রাজ্যেই লালের একটা বিস্তীর্ণ প্রভাব। কিন্তু সেই প্রভাব থেকে কি রেহাই পাবে না মন্দিরও? সম্প্রতি, সেখানে একটি মন্দিরে অনুষ্ঠানের মধ্য়ে ওড়ানো হল ডিওয়াইএফআইয়ের পতাকা। পাশাপাশি, চলল বামপন্থী প্রতিবাদী গানও। আর তা ঘিরে সে রাজ্যের আকাশে জমেছে বিতর্কের মেঘ। শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী শিবির।

শনিবার এই প্রসঙ্গেই কেরলের মন্দির কমিটি ত্রিভাঙ্কুর দেবস্বম বোর্ড-এর সভাপতি পিএস প্রশান্ত জানাচ্ছেন, ‘কোল্লাম জেলার কাড্ডাকাল মন্দিরে এমনই ঘটনা ঘটে। যার ভিত্তিতে তদন্তে নেমেছে মন্দির কমিটির সদস্যরা। সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই যথাযথ সাজাও দেওয়া হবে দোষীদের।’ তাঁর আরও সংযোজন, ‘এর আগেও মন্দির চত্বরে রাজনৈতিক গান বাজানো ও দলের পতাকা ঝোলানো নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তারপরেও এমন কাণ্ড অপ্রত্যাশিত।’

কেরলের মন্দিরে এমন রাজনৈতিক কর্মকাণ্ড যে একা সিপিএমই করছে এমনটা নয়। গত সপ্তাহেও প্রায় একই ঘটনা ঘটেছে পেরুম্বাভুরের একটি মন্দিরে। সেখানে মন্দিরে পতাকা ঝুলিয়ে মহড়া করেছে RSS, দাবি মন্দির কমিটির সভাপতি।

উল্লেখ্য, মন্দিরে চত্বরে এমন কাণ্ড ঘিরে প্রতিবাদে নেমেছে কেরলের প্রধান বিরোধী দল কংগ্রেস। সে রাজ্যের বিরোধী দলনেতা ভি ডি সতীসনের দাবি, ‘মন্দিরে এমন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে রাজ্যে বিজেপির মাটি শক্ত করছে বামেরা। মন্দির কোনও প্রতিবাদী বা বিপ্লবী গান গাওয়ার জায়গায় নয়। ক্ষমতার জোরে ওরা অন্ধ হয়ে গিয়েছে।’