Maharashtra Assembly elections: আদিত্য ঠাকরকে টক্কর দিতে মিলিন্দ দেওরাকে ময়দানে নামাল শিন্ডের শিবসেনা

Oct 28, 2024 | 6:40 AM

Maharashtra Assembly elections: চলতি বছরের জানুয়ারিতে কংগ্রেস ছেড়ে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেন মিলিন্দ। ইউপিএ সরকারের সময় কেন্দ্রে মন্ত্রী ছিলেন তিনি। এখন শিবসেনার রাজ্যসভার সাংসদ। চব্বিশের লোকসভা নির্বাচনের সময় শিন্ডের শিবসেনার হয়ে ওরলি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন মিলিন্দ।

Maharashtra Assembly elections: আদিত্য ঠাকরকে টক্কর দিতে মিলিন্দ দেওরাকে ময়দানে নামাল শিন্ডের শিবসেনা
ওরলি বিধানসভা কেন্দ্রে মিলিন্দ দেওরা লড়বেন আদিত্য ঠাকরের বিরুদ্ধে

Follow Us

মুম্বই: একটা দল ভেঙে দুই ভাগ হয়েছে। এখন তারা দুটি দল। আর প্রত্যেক দলের নামে সঙ্গেই রয়েছে শিবসেনা। ভোট ময়দানে পরস্পরকে টক্কর দিতে কোমর বেঁধে নেমেছে। এবার ঠাকরে পরিবারকে টক্কর দিতে মিলিন্দ দেওরাকে ভোট ময়দানে নামাল শিন্ডের শিবসেনা। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আদিত্য ঠাকরের বিরুদ্ধে ওরলি আসনে মিলিন্দ দেওরাকে প্রার্থী করলেন একনাথ শিন্ডে। রবিবার শিন্ডের শিবসেনা ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তাতে রয়েছে মিলিন্দ দেওরার নাম।

২০১৯ সালে ওরলি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন আদিত্য ঠাকরে। এই বিধানসভা কেন্দ্র মুম্বই দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। চব্বিশের নির্বাচনে এখানে জিতেছেন উদ্ধব ঠাকরের শিবসেনার অরবিন্দ সাওয়ন্ত। কিন্তু, মিলিন্দ দেওরার সঙ্গে এই লোকসভা কেন্দ্রের অনেক পুরনো সম্পর্ক। তিনি নিজে এই লোকসভা কেন্দ্র থেকে যেমন আগে জিতেছেন। তেমনই তাঁর বাবা মুরলী দেওরাও এই লোকসভা কেন্দ্র থেকে একাধিকবার সাংসদ হয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে কংগ্রেস ছেড়ে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেন মিলিন্দ। ইউপিএ সরকারের সময় কেন্দ্রে মন্ত্রী ছিলেন তিনি। এখন শিবসেনার রাজ্যসভার সাংসদ। চব্বিশের লোকসভা নির্বাচনের সময় শিন্ডের শিবসেনার হয়ে ওরলি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন মিলিন্দ। লোকসভা ভোটের নিরিখে ওরলি বিধানসভা কেন্দ্রে উদ্ধবের শিবসেনা মাত্র সাড়ে ৬ হাজার ভোটে এগিয়ে। যেখানে ২০১৯ সালে আদিত্য় ঠাকরে ৬৭ হাজারের বেশি ভোটে জিতেছিলেন।

শুধু মিলিন্দ দেওরা নয়, কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেওয়া আর এক নেতা সঞ্জয় নিরুপমকেও প্রার্থী করেছেন একনাথ শিন্ডে। দিন্দোশি বিধানসভা আসন থেকে লড়বেন সঞ্জয় নিরুপম। কংগ্রেস থেকে আসা দুই নেতা পারবেন উদ্ধব ঠাকরের শিবসেনাকে টক্কর দিতে? ২০ নভেম্বর ব্যালটবন্দি হবে তাঁদের ভাগ্য। আর ২৩ নভেম্বর জানা যাবে কতটা হাড্ডাহাডি লড়াই হল দুই শিবসেনার মধ্যে।

Next Article