রমজানের পর ভোট করা সম্ভব নয়, অধীরকে স্পষ্ট জবাব কমিশনের

ঋদ্ধীশ দত্ত |

Apr 21, 2021 | 10:28 PM

আগামী ১৩ মে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে হবে ভোটগ্রহণ। আর এই ঘোষণার পরেই কার্যত ক্ষোভে ফুঁসতে থাকেন দুই বিধানসভা এলাকার সংখ্যালঘুরা।

রমজানের পর ভোট করা সম্ভব নয়, অধীরকে স্পষ্ট জবাব কমিশনের
নিজস্ব চিত্র

Follow Us

নয়া দিল্লি: দুই বিধানসভা কেন্দ্রের ভোট পিছিয়ে গিয়েছে বঙ্গে। কিন্তু, তা এমন দিনে পড়েছে যে দিন ঈদ পালন হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দেশ জুড়ে। সেই কারণে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবেদন জানিয়েছিলেন, ভোটের দিনক্ষণ যাতে পিছিয়ে দেওয়া হয়। যদিও নির্বাচন কমিশন এ দিন পালটা চিঠিতে জানিয়েছে, ভোটের নির্ঘণ্ট পিছোন সম্ভব নয়।

সামশেরগঞ্জ ও জঙ্গিপুর, এই দুই বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীর করোনায় মৃত্যুর কারণে নির্বাচন পিছিয়ে যায়। সোমবার কমিশনের তরফে জানানো হয়, আগামী ১৩ মে ওই দুই কেন্দ্রে হবে ভোটগ্রহণ। আর এই ঘোষণার পরেই কার্যত ক্ষোভে ফুঁসতে থাকেন দুই বিধানসভা এলাকার সংখ্যালঘুরা। কারণ, ওই নির্বাচনের দিনই হতে পারে ঈদ। তাই সংখ্যালঘুদের কথা মাথায় রেখে ভোটের দিন পিছনোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন অধীর।

আরও পড়ুন: মহামারিকালে বন্ধ হোক বাকি দফার ভোট, কমিশনকে চিঠি অধীরের

কংগ্রেস নেতার সেই আবেদনের জবাবেই পালটা চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বহরমপুরের সাংসদকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, বিধিবদ্ধ কারণে রমজানের পর ভোট করানো সম্ভব নয়। একই সঙ্গে কোভিড পরিস্থিতির কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদনও জানিয়েছিলেন অধীর। তাঁর সেই আবেদনের জবাবে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত নির্বাচন পিছিয়ে দিলে তা সাংবিধানিক কাঠামো এবং নির্বাচনী বিধিকেও প্রভাবিত করবে। তাই সেই ধরনের কোনও পরিকল্পনাও কেন্দ্রীয় সরকারের নেই।

আরও পড়ুন: ‘ঈদের দিন সামশেরগঞ্জ-জঙ্গিপুরে ভোট নয়,’ কমিশনের দ্বারস্থ ইমামরা

Next Article