Vice President: ধনখড়ের জায়গায় কে! উপ রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন
Vice President: গত ২১ জুলাই সন্ধ্যায় আচমকা উপ রাষ্ট্রপতি ইস্তফা দেন জগদীপ ধনখড়। কার্যত এক বেনজির ঘটনা। শারীরিক অসুস্থতার কথা বলে ইস্তফা দেন তিনি।

নয়া দিল্লি: উপ রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। জগদীপ ধনখড়ের জায়গায় এবার কে বসবেন, তা ঠিক করতে নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। আগামী ৭ অগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে নির্বাচন প্রক্রিয়া।
মনোনয়ন জমা দেওয়া শুরু হবে আগামী ৭ আগস্ট থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট। এরপর ২২ অগস্ট হবে মনোনয়নের স্ক্রুটিনি। ২৫ অগস্ট মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ। আর নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। সকালে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পুরো প্রক্রিয়া। গণনার দিন পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।
গত ২১ জুলাই সন্ধ্যায় আচমকা উপ রাষ্ট্রপতি ইস্তফা দেন জগদীপ ধনখড়। কার্যত এক বেনজির ঘটনা। শারীরিক অসুস্থতার কথা বলে ইস্তফা দেন তিনি। তবে রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে চর্চা শুরু হয়। বিরোধীরা মনে করেন জগদীপ ধনখড়ের ইস্তফা শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে নয়। তবে কারণ যাই হোক নির্ধারিত সময়ের মধ্যে উপ রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতেই হবে, তাই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
অনুচ্ছেদ ৬৮ (২) অনুযায়ী, উপরাষ্ট্রপতি কোনও কারণে পদত্যাগ করলে যত দ্রুত সম্ভব নির্বাচন করাতেই হবে। যেহেতু জগদীপ ধনখড় তিন বছর উপরাষ্ট্রপতি পদে থাকার পর ইস্তফা দিয়েছেন, সেহেতু এরপর যিনি নির্বাচিত হবেন, তিনি আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আর এই পদে অস্থায়ী ভাবে কাউকে রাখা যায় না।
