Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: লোকসভায় মোদীকে আক্রমণ করতে গিয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে টানলেন রাহুল, কড়া জবাব বিদেশমন্ত্রীর

Rahul Gandhi: রাহুল গান্ধীকে পাল্টা নিশানা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ডিসেম্বরে তাঁর আমেরিকা সফর নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যে ছড়াচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা।

Rahul Gandhi: লোকসভায় মোদীকে আক্রমণ করতে গিয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে টানলেন রাহুল, কড়া জবাব বিদেশমন্ত্রীর
রাহুল গান্ধীকে জবাব দিলেন এস জয়শঙ্কর
Follow Us:
| Updated on: Feb 03, 2025 | 8:17 PM

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের কথা সর্বজনবিদিত। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। আর সেই আমন্ত্রণ জানানো নিয়ে লোকসভায় রাহুল গান্ধীর মন্তব্যে শোরগোল। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীকে যাতে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়, তা নিশ্চিত করতে একাধিকবার আমেরিকা সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাহুলের মন্তব্য নিয়ে শোরগোল শুরু হতেই জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী। রাহুলের বক্তব্য সর্বৈব মিথ্যে বলে লোকসভার বিরোধী দলনেতাকে পাল্টা নিশানা করলেন তিনি।

সংসদে বাজেট অধিবেশনে এদিন লোকসভায় একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন রাহুল। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন বক্তব্যে কেন্দ্রকে একাধিক বিষয়ে নিশানা করেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে তিনি অভিযোগ করেন, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যাতে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হয়, সেজন্য একাধিকবার আমেরিকা গিয়েছিলেন জয়শঙ্কর। সংসদে রাহুলের এই মন্তব্যে তীব্র বিরোধিতা করেন সংসদ বিষক মন্ত্রী কিরেণ রিজিজু।

পরে রাহুলকে পাল্টা নিশানা করেন বিদেশমন্ত্রী। তাঁর বক্তব্য, ডিসেম্বরে তাঁর আমেরিকা সফর নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যে ছড়াচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “বাইডেন সরকারের বিদেশসচিবের সঙ্গে বৈঠকের জন্য ২০২৪ সালের ডিসেম্বরে আমেরিকা গিয়েছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন আমেরিকার পরবর্তী এনএসএ(ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর) আমার সঙ্গে সাক্ষাৎ করেন। কোনও অবস্থাতেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়ে আলোচনা হয়নি। এটা সবার জানা যে আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের অনুষ্ঠানে যোগ দেন না। সাধারণত, ভারতের তরফে বিশেষ দূতরা এই ধরনের অনুষ্ঠানে থাকেন। হয়তো রাজনৈতিক উদ্দেশ্যে রাহুল গান্ধী মিথ্যে কথা বলছেন। কিন্তু, তাতে ভারতের ভাবমূর্তি বিদেশের কাছে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেন ট্রাম্প। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। তবে তিনি যেতে পারেননি। ভারতের প্রতিনিধি হিসেবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়শঙ্কর।