FATF lauds India’s efforts: জঙ্গিদের অর্থের জোগানের পথ বন্ধ করতে ভারতের উদ্যোগের প্রশংসা FATF-র

Jun 28, 2024 | 9:47 PM

FATF lauds India’s efforts: জঙ্গি দমনে বরাবর কঠোর অবস্থান নিয়েছে ভারত। এমনকি, বিশ্বের বিভিন্ন মঞ্চে অন্যান্য রাষ্ট্রনেতাদের জঙ্গি দমনে কড়া অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। জঙ্গি দমন নিয়ে পাকিস্তানকেও বারবার কড়া বার্তা দিয়েছে ভারত।

FATF lauds India’s efforts: জঙ্গিদের অর্থের জোগানের পথ বন্ধ করতে ভারতের উদ্যোগের প্রশংসা FATF-র
ভারতের ভূয়সী প্রশংসা করল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স

Follow Us

নয়াদিল্লি: জঙ্গি দমনে কড়া পদক্ষেপ। জঙ্গিদের অর্থের জোগানোর পথ বন্ধ করতে উদ্যোগ। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে একাধিক পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আর্থিক তছরুপ রোধেও কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। মোদী সরকারের এইসব পদক্ষেপের ভূয়সী প্রশংসা করল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)। ২৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সিঙ্গাপুরে FATF-র সম্মেলন হয়। সেখানে ভারতের ভূয়সী প্রশংসা করা হয়।

জঙ্গি দমনে বরাবর কঠোর অবস্থান নিয়েছে ভারত। এমনকি, বিশ্বের বিভিন্ন মঞ্চে অন্যান্য রাষ্ট্রনেতাদের জঙ্গি দমনে কড়া অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। জঙ্গি দমন নিয়ে পাকিস্তানকেও বারবার কড়া বার্তা দিয়েছে ভারত। জঙ্গি দমনের ক্ষেত্রে জঙ্গি সংগঠনগুলির অর্থের জোগানোর পথ বন্ধ করার কথা বলেছে। কালো টাকা, আর্থিক তছরুপ ও জঙ্গিদের অর্থের জোগানের পথ বন্ধ করতে আইনও সংশোধন করা হয়েছে।

আর্থিক তছরুপ ও জঙ্গিদের অর্থের জোগানোর পথ বন্ধ করতে ডিজিটাল লেনদেনে জোর দিয়েছে ভারত। নয়াদিল্লির এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হয়েছে FATF-র সম্মেলনে। ভারতের আর্থিক বিকাশেরও প্রশংসা করা হয়েছে। FATF-র স্টিয়ারিং গ্রুপের সদস্য ভারত। বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে এই গ্রুপের সার্বিক কাজে আরও বেশি করে ভারত যুক্ত হতে পারবে।

এই খবরটিও পড়ুন

এফএটিএফ কী?

১৯৮৯ সালে এফএটিএফ গঠন করা হয়। আর্থিক তছরুপ, জঙ্গিদের অর্থের জোগানের মতো অপরাধ রুখতে এই সংগঠন গঠন করা হয়। প্যারিসে এই সংগঠনের হেড কোয়ার্টার। ২০১০ সালে FATF-র সদস্য হয় ভারত। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা ৪০।

Next Article