Fire in Multiplex: মাল্টিপ্লেক্সে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সিনেমার স্ক্রিন-চেয়ার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 12, 2023 | 6:12 PM

Fire: দীপাবলির সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড মাল্টিপ্লেক্সে। ৭টি স্ক্রিনের মধ্যে কয়েকটিতে সিনেমাও চলছিল। হঠাৎ করেই দাউ-দাউ করে জ্বলে উঠল পাশের একটি স্ক্রিন। কয়েক মিনিটের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় স্ক্রিন-সহ দর্শকদের বসার একাধিক চেয়ার। বরাতজোরে সেই হলটিতে তখন কোনও সিনেমা চলছিল না।

Fire in Multiplex: মাল্টিপ্লেক্সে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সিনেমার স্ক্রিন-চেয়ার
মাল্টিপ্লেক্সে ভস্মীভূত আগুন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

সুরাট: দীপাবলির সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড মাল্টিপ্লেক্সে (Multiplex)। ৭টি স্ক্রিনের মধ্যে কয়েকটিতে সিনেমাও চলছিল। হঠাৎ করেই দাউ-দাউ করে জ্বলে (Fire) উঠল পাশের একটি স্ক্রিন। কয়েক মিনিটের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় স্ক্রিন-সহ দর্শকদের বসার একাধিক চেয়ার। বরাতজোরে সেই হলটিতে তখন কোনও সিনেমা চলছিল না। ফলে কোনও দর্শক ছিল না। তবে পার্শ্ববর্তী স্ক্রিনগুলিতে সিনেমা চলায় চাঞ্চল্য ছড়ায়। তারপর দমকল বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার সকালে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে সুরাটের (Surat) টাইম সিনেমা মাল্টিপ্লেক্স।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরাটের পল এলাকায় একটি বহুতলের চারতলায় অবস্থিত টাইম সিনেমা মাল্টিপ্লেক্সটি। সেটিতে মোট ৭টি স্ক্রিন রয়েছে। এদিন সকাল ৯টা নাগাদ একটি স্ক্রিনে আগুন ধরে যায়। স্ক্রিনটি ভস্মীভূত হয়ে গিয়েছে। অনেক চেয়ার পুড়ে গিয়েছে। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন নেভাতে গিয়ে ২ দমকলকর্মী আহত হয়েছেন।

সুরাটের দমকল অধিকর্তা গিরীশ সেলর জানান, সকাল ৯টা নাগাদ টাইম সিনেমা মাল্টিপ্লেক্সের স্ক্রিনে আগুন লাগার খবর আসে। দমকলের ৮টি ইঞ্জিনের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে ২ দমকলকর্মী সামান্য জখম হয়েছেন।

Next Article