শ্রীনগর: কাশ্মীরে গুলি-বর্ষণ। জঙ্গি-জওয়ানে লড়াই। সন্ত্রাসবাদী খতম করতে অভিযানে নামল সেনা। ঘটনা সোমবারের। এদিন কাশ্মীরের কুপওয়ারায় সংঘর্ষ বাঁধে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্য়ে। কর্তব্যরত এক সেনাকে লক্ষ্য করে গুলিও চালায় তারা।
কাশ্মীরে নতুন করে মাথা চাড়া দিচ্ছে সন্ত্রাসবাদীরা। গত বছরের শেষ থেকেই উপত্যকায় নিজেদের কার্যকলাপ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তারা। আর এই আবহেই জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারা অঞ্চলের একটি গ্রামে কিছু জঙ্গি লুকিয়ে আছে বলে খবর আসে নিরাপত্তারক্ষীদের কাছে। গোপন সূত্রে খবর পেয়েই ময়দানে নামে পুলিশ ও জওয়ানদের একটি যৌথবাহিনী। চলে তল্লাশি অভিযান।
#Encounter has started at Krumhoora Zachaldara area of #Handwara. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) March 17, 2025
এদিন সেই অভিযান চলাকালীনই কুপওয়ারা এলাকার ওই নির্দিষ্ট গ্রামটি ঘিরে ফেলেন সেনা-পুলিশরা। সূত্রের খবর, বিপদ যে একদম দোড়গোড়ায় দাঁড়িয়ে আছে, তা ঠাওর করতে পেরেই এক কর্তব্যরত সেনার উপর গুলি চালায় সন্ত্রাসবাদীরা। ‘চুপ’ করে থাকেনি জওয়ানরা। তারা চালিয়েছে পাল্টা গুলি।
শুরু হয়েছে সেনা-জঙ্গিতে যুদ্ধ। গুলি-পাল্টা গুলির মাঝে ক্ষণিকের জন্য রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই হতাহতের খবর মেলেনি। তবে এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছে কাশ্মীর পুলিশ। সেখানে বলা হয়েছে, ‘হান্দওয়ারার ক্রমহুরা-জাচালদারা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। শীঘ্রই এই বিষয়ে আরও তথ্য জানানো হবে।’