AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2G থেকে 5G-র সফর থেকে ‘Make In India’, India Mobile Congress-এ ‘তাদের’ কটাক্ষ PM Modi-র

Make In India, PM Narendra Modi: শুরুর দিকে আমি যখন মেক ইন ইন্ডিয়া নিয়ে কথা বলতাম, তখন অনেকেই ব্যাপারটা নিয়ে মজা পেত। অনেকে প্রশ্ন করত কীভাবে এত উন্নত প্রযুক্তির জিনিস তৈরি করবে ভারত? আজ ভারত সেই উত্তর দিয়েছে, বললেন প্রধানমন্ত্রী।

2G থেকে 5G-র সফর থেকে 'Make In India', India Mobile Congress-এ 'তাদের' কটাক্ষ PM Modi-র
| Updated on: Oct 08, 2025 | 4:00 PM
Share

দিল্লির যশভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মেক ইন ইন্ডিয়া’র শুরুর দিনের অভিজ্ঞতার কথা বললেন। আর একই সঙ্গে তাঁর বক্তব্যে বিরোধীদের জন্য শোনা গেল কটাক্ষও। এই অনুষ্ঠানে তিনি জানালেন আজ প্রযুক্তি ক্ষেত্রে ঠিক কতটা এগিয়ে গিয়েছে আমাদের ভারত।

“শুরুর দিকে আমি যখন মেক ইন ইন্ডিয়া নিয়ে কথা বলতাম, তখন অনেকেই ব্যাপারটা নিয়ে মজা পেত। অনেকে প্রশ্ন করত কীভাবে এত উন্নত প্রযুক্তির জিনিস তৈরি করবে ভারত? আজ ভারত সেই উত্তর দিয়েছে। যে দেশে একাধিক জায়গায় একসময় ২জি নেটওয়ার্কই চলত না, আর সেই দেশের প্রতিটা জেলায় ৫জি নেটওয়ার্ক চলছে”, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী।

এ ছাড়াও তিনি এ দিন ৪জি স্ট্যাকের কথাও বলেন। ৪জি স্ট্যাক হল সেই সব যন্ত্র ও প্রযুক্তি, যার মাধ্যমে সম্পূর্ণ ৪জি নেটওয়ার্ক কাজ করে। প্রধানমন্ত্রী জানান, আজ ভারত নিজস্ব ৪জি স্ট্যাক তৈরিও করে ফেলেছে। ফলে, বর্তমানে দেশে ৪জি প্রযুক্তির টাওয়ার বসাতে বা ৪জি সিগন্যাল পাঠানোর জন্য বিদেশ থেকে কোনও যন্ত্রপাতি কিনতে হয় না। এ ছাড়াও দেশীয় এই প্রযুক্তি রফতানি করতে প্রস্তুত ভারত, জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর সেপ্টেম্বরে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ লঞ্চ করে ভারত। এই ইনিশিয়েটিভের লক্ষ্য ছিল একটাই, ভারত যাতে বিশ্বের উৎপাদন মানচিত্র একটা জায়গা তৈরি করতে পারে। কারণ এমন হলে, ভারতের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পাবে, বৈদেশিক আমদানির উপর নির্ভরতাও কমবে। অটোমোবাইল, প্রতিরক্ষা, বস্ত্রবয়ন, ইলেকট্রনিক্স সহ দেশের মোট ২৫টি সেক্টরে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিয়েছিল কেন্দ্র।

গত ১০ বছরে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের কারণেই ভারতে একাধিক সেক্টরে বিদেশি বিনিয়োগ দেখা গিয়েছে। উৎপাদন বেড়েছে দেশীয় কারখানাগুলোয়। এ ছাড়াও একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে দেশের পরিকাঠামোগত উন্নয়নও। বর্তমানে ভারতে অ্যাপেল, স্যামসাংয়ের মতো সংস্থা মোবাইল ফোন উৎপাদন করে। একাধিক বিদেশি গাড়ি প্রস্তুতকারী সংস্থাও ভারতে তাদের কারখানা তৈরি করেছে ও ভারত থেকে গাড়ি বিদেশে পাঠায়।