Lawrence Bishnoi: থানা হয়ে গেল টিভি স্টুডিয়ো, ইন্টারভিউ দিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই

Oct 30, 2024 | 6:11 PM

Lawrence Bishnoi: জেলের মধ্যে বন্দিরা মোবাইল ফোন ব্যবহার করছেন বলে এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয় বুধবার। সেই মামলার শুনানিতেই লরেন্স বিষ্ণোইয়ের ইন্টারভিউয়ের বিষয়টি উঠে আসে। ২০২৩ সালের মার্চে ওই ইন্টারভিউ একটি নিউজ চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল।

Lawrence Bishnoi: থানা হয়ে গেল টিভি স্টুডিয়ো, ইন্টারভিউ দিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই
লরেন্স বিষ্ণোই (ফাইল ফোটো)

Follow Us

চণ্ডীগড়: তিনি গ্যাংস্টার। একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত। জেলবন্দি সেই লরেন্স বিষ্ণোই একটি নিউজ চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছেন থানায় বসে। এমনকি, ইন্টারভিউয়ের জন্য ব্যবহার করা হয়েছে থানার ওয়াই-ফাই। এই নিয়ে পঞ্জাব পুলিশের আধিকারিকদের ভর্ৎসনা করল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। পুলিশ ও লরেন্স বিষ্ণোইয়ের মধ্যে আঁতাত নিয়ে তদন্তের জন্য নতুন করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম(এসআইটি) গঠনের নির্দেশ দিয়েছে বিচারপতি অনুপিন্দর সিং গ্রেওয়াল এবং বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

জেলের মধ্যে বন্দিরা মোবাইল ফোন ব্যবহার করছেন বলে এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয় বুধবার। সেই মামলার শুনানিতেই লরেন্স বিষ্ণোইয়ের ইন্টারভিউয়ের বিষয়টি উঠে আসে। ২০২৩ সালের মার্চে ওই ইন্টারভিউ একটি নিউজ চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল। ওই ঘটনার তদন্তে একটি সিট গঠন হয়েছিল। তারা জানিয়েছিল, খারারে সিআইএ অফিস চত্বরে ওই ইন্টারভিউ নেওয়া হয়েছিল। পরে তারা আবার একটি ক্যানসেলেশন রিপোর্ট জমা দেয়।

হাইকোর্ট জানিয়েছে, খারারে ওই পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জের অফিসকে স্টুডিয়ো হিসেবে ব্যবহার করা হয়েছিল। এমনকি, পুলিশ স্টেশনের আধিকারিকদের জন্য ওয়াই-ফাই ওই চ্যানেলকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। পুলিশ ও গ্যাংস্টারের মধ্যে আঁতাত নিয়ে আরও তদন্ত দরকার। তাই নতুন করে সিট গঠনের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

 

Next Article