Gangster Sanjeev Jeeva: আইনজীবীর পোশাক পরে আদালত কক্ষে গুলি, মৃত্যু গ্যাংস্টারের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 07, 2023 | 6:28 PM

Lucknow Court: বুধবার দুপুরে উত্তর প্রদেশে লখনউ আদালত চত্বরে গ্যাংস্টার সঞ্জীব জিভাকে গুলি করা হয়। আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে সঞ্জীবের। এই গুলি চালনার ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Gangster Sanjeev Jeeva: আইনজীবীর পোশাক পরে আদালত কক্ষে গুলি, মৃত্যু গ্যাংস্টারের
গ্যাংস্টার সঞ্জীব জিভা

Follow Us

লখনউ: আদালত চত্বরে ফের চলল গুলি। বুধবার দুপুরে উত্তর প্রদেশের লখনউ আদালতে গ্যাংস্টার সঞ্জীব জিভাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় আততায়ী। এই গুলি চালনার ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গ্যাংস্টার সঞ্জীব মুখতার আনসারির ঘনিষ্ঠ সঙ্গী হিসাবে পরিচিত। মুখতার আনসারিও একসময় গ্যাংস্টার ছিলেন। তারপর রাজনীতির ময়দানে পা রাখেন। তিনি বিজেপি নেতা ব্রহ্মদত্ত দ্বিবেদীর হত্যায় মূল অভিযুক্ত। অন্যদিকে সঞ্জীবের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। তার মধ্যেই একটি মামলার শুনানির জন্য লখনউ আদালতে আনা হয়েছিল সঞ্জীব জিভাকে। তাঁর হত্যাকারী আইনজীবীর পোশাকে আদালতে এসেছিল বুধবার। আদালত কক্ষের মধ্যেই সঞ্জীবের উপর গুলি চালায় সে। আদালত থেকে পালাতেও সক্ষম হয় অভিযুক্ত।

 

গ্যাংস্টার সঞ্জীব জিভার উপর হামলার ঘটনায় আদালত কক্ষে থাকা এক পুলিশকর্মীও আহত হয়েছেন। আহত ওই পুলিশকর্মীকে চিকিৎসার জন্য লখনউ সিভিল হাসাপাতলে নিয়ে যাওয়া হয়েছে।


চিকিৎসকের কম্পাউন্ডার হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিল সঞ্জীব। এর কিছু দিনের মধ্যেই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে যায় সে। মুখতার আনসারির ঘনিষ্ঠ সঙ্গী ছিল সঞ্জীব। সে মুন্না বজরাঙ্গিরও ঘনিষ্ঠ বলে জানা যায়। বাঘপত জেলে থাকার সময় ২০১৮ সালে খুন হয় মুন্না। এবার খুন হল সঞ্জীব।

Next Article