নয়া দিল্লি: কৃষকদের আয় এবং ফসলের বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য খরিফ শস্যের এমএসপি (MSP) বা ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল ভারত সরকার। বুধবার (৭ জুন) দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষকদের কাছ থেকে যে দামে ফসল সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার, তাকেই বলা হয় এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য। এর ফলে কৃষকদের ন্যূনতম ফসলের দাম পাওয়া নিশ্চিত হয়। বৈঠকের পর পীযুষ গোয়েল জানান, সমস্ত খরিফ ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবারই, সূর্যমুখী বীজের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে হরিয়ানার কৃষকরা দিল্লি-চন্ডিগড় ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছিলেন। আন্দোলনকারীরা সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সোমবার পর্যন্ত সময় দিয়েছিলেন। তবে, কেন্দ্রীয় সরকার যে তাদের দাবিকে আমল দিয়েছে, তা এদিনের মন্ত্রিসভার সিদ্ধান্তেই স্পষ্ট।
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ১৪৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে সাধারণ মানের ধানের দাম কুইন্টাল প্রতি ২,১৮৩ টাকা এবং এ গ্রেডের ধানের দাম টুইন্টাল প্রতি ২,২০৩ টাকা হয়েছে। ডাল, তৈলবীজ, তুলা, বাজরা ইত্যাদির মতো অন্যান্য ফসলের এমএসপিও ৪ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাজরা, রাগি, অড়হর, মুগ, কলাই-এর মতো ডালগুলির এমএসপি বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২৫০০ টাকা, ৩৮৪৬ টাকা, ৭০০০ টাকা, ৮৫৫৮ টাকা, ৬৯৫০ টাকা। বাদামের এমএসপি হয়েছে ৬৩৭৭ টাকা প্রতি কুইন্টাল। সূর্যমুখী বীজ, সয়াবিন, তিল-এর এমএসপি হয়েছে যথাক্রমে ৬৭৬০ টাকা, ৪৬০০ টাকা এবং ৮৬৩৫ টাকা। মিডিয়াম স্টেপল তুলার এমএসপি বেড়ে হয়েছে কুইন্টাল প্রতি ৬৬২০ টাকা এবং লং স্টেপল তুলার এমএসপি হয়েছে কুইন্টাল প্রতি ৭০২০ টাকা।
মন্ত্রক জানিয়েছে, উৎপাদন খরচের উপর কৃষকদের অন্তত ৫০ শতাংশ লাভ পাওয়া নিশ্চিত করাটাই মোদী সরকারের নীতি। সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এদিন খরিফ শস্যের এমএসপি বাড়ানো হয়েছে। ২০১৮-১৯ সালের কেন্দ্রীয় বাজেটেই ঘোষণা করা হয়েছিল যে, কোনও শস্যর গড় উৎপাদন খরচের অন্তত দেড়গুণ বেশি রাখা হবে এমএসপি। কৃষকরা যাতে ন্যায্য পারিশ্রমিক পান, সেই লক্ষ্যেই এই ঘোষণা করা হয়েছিল।
এর আগে মঙ্গলবার, হরিয়ানার শাহাবাদে বিক্ষোভকারী কৃষকরা দাবি করেছিলেন, সরকার ন্যূনতম সহায়ক মূল্যে সূর্যমুখী বীজ কিনছে না। ২০২১-২২ সালে সূর্যমুখী বীজের এমএসপি ছিল ৬,৪০০ টাকা। কিন্তু, কৃষকদের দাবি বেসরকারি ক্রেতাদের কাছে মাত্র ৪,০০০ টাকা প্রতি কুইন্টালে সূর্যমুখী বীজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।