Student Hospitalised: কারও বমি, কারও শ্বাসকষ্ট! একে একে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা

Jun 29, 2024 | 10:33 PM

Gas Leak: সংবাদসংস্থা পিটিআই-এর খবর, সঙ্গে সঙ্গে অসুস্থদের নিয়ে যাওয়া হয় পারিয়ারাম মেডিক্যাল কলেজ ও পাঝায়াঙ্গাদি তালুক হাসপাতালে। পয়ান্নুর ও পারিয়ারাম থেকে পুলিশের বিশাল বাহিনীও এসে হাজির হয় ঘটনাস্থলে। তবে যেহেতু গ্যাসবোঝাই ট্যাঙ্কার লিক করছিল, ফলে পরিস্থিতি আয়ত্তে আনা অতটাও সহজ হয়নি।

Student Hospitalised: কারও বমি, কারও শ্বাসকষ্ট! একে একে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা
প্রতীকী চিত্র।

Follow Us

তিরুবনন্তপুরম: ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়লেন ৮ জন কলেজ পড়ুয়া। সকলেই নার্সিং কলেজে পড়েন। কেরলের রামপুরমে শনিবার এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, এর্নাকুলাম থেকে কর্নাটকের দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। আচমকাই হাইড্রোক্লোরিক অ্যাসিড লিক করতে শুরু করে। তাতেই স্থানীয় নার্সিং কলেজের পড়ুয়ারা অসুস্থ বোধ করতে থাকেন। গা গোলানো, বমির ভাব, শরীরে অস্বস্তি হতে শুরু করে।

আপাতত পড়ুয়ারা স্থিতিশীল বলেই খবর। তবে কলেজের সামনে এমন ঘটনায় চারদিক উগ্র গন্ধ ও ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অনেকে আবার আতঙ্কিতও হয়ে পড়েন। শ্বাসকষ্ট হতে শুরু করে কারও কারও। যদিও তড়িঘড়ি তাঁদের বিপজ্জনক জায়গা থেকে সরিয়ে ফেলা হয়। এসে পৌঁছয় দমকলও।

সংবাদসংস্থা পিটিআই-এর খবর, সঙ্গে সঙ্গে অসুস্থদের নিয়ে যাওয়া হয় পারিয়ারাম মেডিক্যাল কলেজ ও পাঝায়াঙ্গাদি তালুক হাসপাতালে। পয়ান্নুর ও পারিয়ারাম থেকে পুলিশের বিশাল বাহিনীও এসে হাজির হয় ঘটনাস্থলে। তবে যেহেতু গ্যাসবোঝাই ট্যাঙ্কার লিক করছিল, ফলে পরিস্থিতি আয়ত্তে আনা অতটাও সহজ হয়নি। থালিপরাম্বা রেভেনিউ ডিভিশনাল অফিসার (RDO) অজয় কুমার বলেন, ট্যাঙ্কার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Next Article