একধাক্কায় বাড়ল গমের ন্যূনতম সহায়ক মূল্য, কুইন্টাল প্রতি ১৯৪০

Jun 09, 2021 | 11:29 PM

কৃষকদের সুবিধায় এমএসপি প্রত্যেক বছরই বাড়ানো হবে বলে উল্লেখ করেছেন কৃষি মন্ত্রী।

একধাক্কায় বাড়ল গমের ন্যূনতম সহায়ক মূল্য, কুইন্টাল প্রতি ১৯৪০
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: কৃষক আন্দোলনের অন্যতম ইস্যু ছিল এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য। নতুন কৃষি আইনে এমএসপি কতটা কার্যকর থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তার মধ্যেই খারিফ শস্যের এমএসপি বাড়িয়ে দিল কেন্দ্র। বুধবার কুইন্টাল প্রতি সেই মূল্য বাড়ানো হয়েছে ৭২ টাকা করে। অর্থাৎ ২০২১-২২ অর্থভর্ষে গমের এমএসপি হবে কুইন্টাল প্রতি ১৯৪০ টাকা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কৃষকদের সুবিধা হবে বলে উল্লেখ করেছে কেন্দ্র।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, এমএসপি আছে, তা যথা সময়ে বাড়ানো হচ্ছে এবং আগামিদিনেও বাড়ানো হবে। গত বছর গমে এমএসপি ছিল কুইন্টাল প্রতি ১৮৬৮ টাকা। সেটাই এ বার বাড়িয়ে করা হল ১৯৪০ টাকা।

শুধু গম নয়, অন্যান্য খারিফ শষ্যের ন্যূনতম সহায়ক মূল্যও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বুধবার মন্ত্রিসভায় এই প্রস্তাব গৃহীত হয়েছে। খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য ৫০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৬২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভায় এই প্রস্তাব পেশ করা হয়। গমের পাশাপাশি বাজরার ক্ষেত্রে এমএসপি বাড়িয়ে করা হয়েছে ২২৫০ টাকা প্রতি কুইন্টাল।

আরও পড়ুন: ২ ডিজি তৈরিতে ওষুধ প্রস্তুকারী সংস্থাগুলিকে আহ্বান জানাল ডিআরডিও

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে কৃষি মন্ত্রকের তরফে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২১-২২ মরশুমে ধানের মতো গ্রীষ্মের খরিফ শস্য ৫৬.৫০ লক্ষ হেক্টর জমি জুড়ে চাষ করা হয়েছে। সাধারণত কৃষকেরা শীতকালে রবি শস্য তোলার পর খরিফ শস্য চাষ করা শুরু করেন। এই ধরনের শস্য বর্ষাকালেও চাষ করা শুরু হয়। বিশেষ করে জুনে দক্ষিণ ও পশ্চিম রাজ্যগুলোতে বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের শস্যের চাষ শুরু করা হয়।

Next Article