আমেদাবাদ: সকাল থেকেই ট্রেন্ড ছিল পদ্ম শিবিরের দিকেই। দিনের শেষে গুজরাটে পুর নির্বাচনে সব কটি আসনেই জয় পেল বিজেপি। ৩১ টি জেলা পঞ্চায়েত আসনে গণনা চলছিল। সব কটিতেই জয়ী গেরুয়া শিবির। ২০১৫ থেকে কংগ্রেসের দখলে ছিল এর মধ্যে ৭টি আসন, সেগুলিও এবার চলে গেল বিজেপির হাতে।
এই জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, এই জয়ে মানুষ বার্তা দিল যে তারা বিজেপির উন্নয়নমুখী প্রশাসনের সঙ্গে আছে। পরাজয়ের জেরে, পদত্যাগ করেছেন গুজরাটের কংগ্রেস প্রেসিডেন্ট অমিত চাবড়া।
পুর নির্বাচনে ৮১টি পুরসভার ভোট গণনা ছিল মঙ্গলবার। মোট ৮,৪৭৪টি আসনের মধ্যে নির্বাচন হয়েছে ৮ হাজার ৩২৫টি আসনে। অন্যান্য আসনগুলি বিরোধী শূন্য হওয়ায় সেখানে নির্বাচন হয়নি।
Results of the Nagar Palika, Taluka Panchayat and District Panchayat polls across Gujarat give a crystal clear message- Gujarat is firmly with the BJP’s agenda of development and good governance. I bow to the people of Gujarat for the unwavering faith and affection towards BJP.
— Narendra Modi (@narendramodi) March 2, 2021
গত সপ্তাহেই সুরাট, রাজকোট, জামনগর, আহমেদাবাদ-সহ একাধিক শহরের পুর নির্বাচনে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছিল বিজেপি। ৫৭৬টি আসনের মধ্যে ৪৮৩টি আসনেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। সুরাটে ২৭টি আসন জিতে নিজেদের উপস্থিতি জাহির করেছিল কেজরীবালের আপ, তবে সে শহরে খাতা খুলতে পারেনি কংগ্রেস। গুজরাটের নির্বাচনে বিজেপি, কংগ্রেস ছাড়াও প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি ও ওয়েইসির মিম। সংখ্যালঘু অধ্যুষিত মোদাসা, ভারুচ ও গোধরা পুরসভায় প্রার্থী দিয়েছিল মিম।