গুজরাট: সারাজীবন ধরে রোজগার করা সব টাকা বিলিয়ে দিলেন এক দম্পতি। সাংসারিক জীবন থেকে মুক্তি চেয়েছিলেন তাঁরা। সেই কারণেই সব টাকা তাঁরা বিলিয়ে দেন। গত ফেব্রুয়ারি মাসে একেবারে মিছিল করে গাড়ির মাথা থেকে টাকা ওড়াতে দেখা যায় তাঁদের। গুজরাটের এক দম্পতি এমনটা করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভবেশ ভাণ্ডারী ও তাঁর স্ত্রী এই সিদ্ধান্ত নেন।
গুজরাটের হিম্মতনগরের বাসিন্দা তাঁরা। ভবেশ ভাণ্ডারী নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তবে সবথেকে অদ্ভুত বিষয় হল, তাঁদের আগে তাঁদের দুই সন্তান বাড়ি ছেড়ে সাধনার পথ বেছে নিয়েছে। পুত্রের বয়স ১৬ বছর আর কন্যা ১৯ বছরের। ২০২২ সালেই সাধনার পথে চলে যায় তারা।
গুজরাটের সবরকন্ঠ ও আমেদাবাদে ভাণ্ডারী পরিবারের কনস্ট্রাকশনের ব্যবসা ছিল। টাকার অভাব তাদের ছিল না কোনওদিনই। কম বয়সে রীতিমতো বিলাসবহুল জীবন কাটিয়েছেন তাঁরা। তবে এবার সে সব ত্যাগ করে ফেললেন। টাকার প্রতি আর কোনও মোহই রাখলেন না তাঁরা।
গত ফেব্রুয়ারিতে চার কিলোমিটার প্রসেসন বের করেন ওই দম্পতি। সঙ্গে ছিলেন আরও ৩৫ জন। সেখানে শুধু টাকা নয়, মোবাইল, এসি সবই বিলিয়ে দেন। জানা গিয়েছে সারা ভারত খালি পায়ে হেঁটে ঘুরবেন তাঁরা। আসলে জৈন ধর্মে দীক্ষা নামে এক রীতি আছে। তাতে সংসারের মোহ-মায়া ত্যাগ করতে হয় ও খালি পায়ে দেশ ভ্রমণে বেরতে হয়। সেই পথেই যাচ্ছেন ওই দম্পতি।