Bizarre: মা হওয়ার আকাঙ্ক্ষায় জেলবন্দি স্বামীর প্যারোল চাইলেন স্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 17, 2023 | 7:20 PM

গোয়ালিয়র সেন্ট্রাল জেল সূত্রে জানা গিয়েছে, জেলবন্দি এই ব্যক্তির নাম দারা সিং যাতব। গত ৭ বছর ধরে জেলেই রয়েছেন তিনি। বিয়ের পরই একটি খুনের মামলায় জেলে যেতে হয় তাঁকে। এর জেরে দারা সিংয়ের স্ত্রীকে থাকতে হয়েছিল স্বামী ছাড়াই। বিয়ের সাত বছর হয়ে গেলেও সন্তান নেওয়ার সুযোগ হয়নি।

Bizarre: মা হওয়ার আকাঙ্ক্ষায় জেলবন্দি স্বামীর প্যারোল চাইলেন স্ত্রী
প্রতীকী ছবি।

Follow Us

গোয়ালিয়র: বিয়ের কিছু দিন পরই একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হন এক ব্যক্তি। এখন তিনি রয়েছেন জেলে। প্রায় ৭ বছর জেলে রয়েছেন ওই ব্যক্তি। মধ্য প্রদেশের গোয়ালিয়র সেন্ট্রাল জেলে রয়েছেন ওই ব্যক্তি। ওই ব্যক্তি যাতে প্যারোলে জেল থেকে বেরতে পারেন সে জন্য তাঁর স্ত্রী সম্প্রতি আবেদন করেছেন। প্যারোলে বেরতে গেলে তা আবেদনের সময় নির্দিষ্ট কারণ জানাতে হয়। জেলবন্দি ব্যক্তির স্ত্রীও সেই আবেদন জানিয়েছেন। সেখানে কারণ হিসাবে তিনি লিখেছেন, মা হতে চাইছেন তিনি। সে জন্যই তাঁর স্বামীকে প্যারোলে মুক্তি দেওয়া হোক। এই আবেদন দেখেই অবাক জেল কর্তৃপক্ষ।

গোয়ালিয়র সেন্ট্রাল জেল সূত্রে জানা গিয়েছে, জেলবন্দি এই ব্যক্তির নাম দারা সিং যাতব। গত ৭ বছর ধরে জেলেই রয়েছেন তিনি। বিয়ের পরই একটি খুনের মামলায় জেলে যেতে হয় তাঁকে। এর জেরে দারা সিংয়ের স্ত্রীকে থাকতে হয়েছিল স্বামী ছাড়াই। বিয়ের সাত বছর হয়ে গেলেও সন্তান নেওয়ার সুযোগ হয়নি। সে জন্যই এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দারার পরিবার। এ বিষয়ে দারা সিংয়ের বাবা করিম সিং জানিয়েছেন, তাঁর পুত্রবধূ সন্তানের মা হতে চান। সে জন্যই তাঁর জেলবন্দির ছেলের প্যারোলের আবেদন করা হয়েছে। এই আবেদন ইতিমধ্যেই শিবপুরীর পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে গোয়ালিয়র সেন্ট্রাল জেলের সুপারিন্টেডেন্ট ভিদিত সিরভাইয়া জানিয়েছেন, যাবজ্জীবন সাজা প্রাপ্ত কোনও আসামী ২ বছর জেলবন্দি থাকার পর প্যারোলের জন্য আবেদন করতে পারে। জেলবন্দি থাকার সময় অন্য বন্দি এবং জেল কর্তৃপক্ষের সঙ্গে বন্দির আচরণ ‘ভাল’ হয় তাহলে প্যারোলের আবেদন মঞ্জুর হতে পারে। তিনি জানিয়েছেন, প্যারোলের আবেদন মঞ্জুর করতে পারেন একমাত্র জেলাশাসক।

Next Article