বেঙ্গালুরু: সেমিকনডাক্টর সেক্টরের চাকরি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী। সেই মন্তব্য ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন বক্তব্যের ব্যাখ্যা দিলেন কুমারস্বামী। তিনি বোঝালেন সেমিকনডাক্টর ইন্ডাস্ট্রি কতটা জরুরি দেশের জন্য। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কোনও বিশেষ রাজ্যের কথা বলতে চাননি তিনি।
কেন্দ্রের ভারী শিল্পমন্ত্রী কুমারস্বামী শুক্রবার প্রশ্ন তুলেছিলেন গুজরাটে আমেরিকার বিনিয়োগ নিয়ে। ২৫০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে গুজরাটে। সেমিকনডাক্টর প্রস্তুতকারী সংস্থা মাইক্রন টেকনোলজির ওই ইউনিটে প্রতি চাকরি পিছু ভর্তুকি দেওয়া হয়েছে। কর্নাটকের দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে গুজরাটের সেই শিল্প নিয়ে প্রশ্ন তোলেন কুমারস্বামী। তিনি বলেন, “২০০ কোটি ডলার ভর্তুকি দিচ্ছি আমরা, যা ওই সংস্থার মোট বিনিয়োগের ৭০ শতাংশ।” তিনি আরও জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের জিজ্ঞাসাও করেছেন তিনি।
শনিবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন কুমারস্বামী। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, “সেমিকনডাক্টর আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ছোট শিল্পে চাকরি তৈরি করাও প্রয়োজন। তবে আমার কথা ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। আমি কোনও রাজ্যের কথা বলতে চাইনি। ভবিষ্যতে আমি এ ব্যাপারে সতর্ক থাকব।”
#WATCH | Karnataka: Union Minister HD Kumaraswamy clarifies on his purported comment regarding US Semiconductor firm, Micron Technology getting subsidies for every job created in Gujarat, says, “Bringing semiconductor sector in India is strategic, we require it. Parallelly, we… pic.twitter.com/CpnqIwTGhW
— ANI (@ANI) June 15, 2024