Accident Due To Fog: ঘন কুয়াশায় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 20, 2022 | 11:17 AM

Accident Due To Fog: ঘন কুয়াশায় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে হরিয়ানার উপমুখ্যমন্ত্রীর। তবে তিনি আহত হননি বলে জানা গিয়েছে।

Accident Due To Fog: ঘন কুয়াশায় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী
ছবি সৌজন্যে: ANI

Follow Us

চণ্ডীগঢ়: সোমবার রাতের দিকে দুর্ঘটনার কবলে পড়েন হরিয়ানার উপমুখ্য়মন্ত্রী দুশ্যন্ত চৌটালার গাড়ি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, গতকাল হিসর থেকে সিরসা যাচ্ছিলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী। সেই সময় হরিয়ানার আগ্রহের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয় তাঁর গাড়ি। একটি পুলিশ জিপের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। সেই সময় ঘন কুয়াশা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চৌটালার কোনও আঘাত লাগেনি।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল উপমুখ্যমন্ত্রীর গাড়ির সঙ্গেই পুলিশের গাড়ির সংঘর্ষ বেঁধেছিল। তবে এক আধিকারিক জানিয়েছেন,যে গাড়ির সঙ্গে পুলিশের বোলেরোর ধাক্কা লাগে সেই গাড়িতে ছিলেন না চৌটালা। তাঁর কনভয়ের একটি গাড়ির সঙ্গে পুলিশের জিপের সংঘর্ষ বাঁধে। জানা গিয়েছে, পুলিশের গাড়িটি হঠাৎ ব্রেক কষে। আর সেই সময় চৌটালার কনভয় অনুসরণ করে যাচ্ছিল সেই চার চাকা। তবে ঘন কুয়াশার কারণে ব্রেক কষার বিষয়টি খেয়াল করতে পারেনি চালক। আর তার ফলেই গিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িতে।

এদিকে গতকালই আরেকটি পথ দুর্ঘটনায় কোনওক্রমে বেঁচে গিয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। গতকাল তিনি আম্বালা থেকে গুরুগ্রাম যাচ্ছিলেন। সেই সময় কুন্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায়। এই দুর্ঘটনার বিষয়ে তিনি টুইটারে জানান, তাঁর সরকারি গাড়ি মার্সিডেস বেনজ় ৫২০০-র যন্ত্রাংশ দুটো টুকরো হয়ে গিয়েছে।

এদিকে ঘন কুয়াশার কারণে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে আরেকটি দুর্ঘটনার খবর মিলেছে। মঙ্গলবার সকালে ডানকৌর এলাকায় একটি বাসের সঙ্গে কন্টেইনার গাড়ির সংঘর্ষ লাগে। এই দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন এবং অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় বাসে ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, ভারতীয় মৌসম ভবনের তরফে মঙ্গলবার জানানো হয়েছে,মঙ্গলবার সকাল সাড়ে ৫ টা অবধি দৃশ্যমানতা খুব কম ছিল।

Next Article