Highway Authority: ভোটের পরই বাড়ছে টোল ট্যাক্স, আপাতত সিদ্ধান্ত থেকে সরে আসতে হল কর্তৃপক্ষকে

Apr 02, 2024 | 6:56 AM

Highway Authority: পরিবহণ মন্ত্রকের সঙ্গেও এই বিষয়ে কমিশনের আলোচনা হয়েছে। এরপরই বাড়তি কর আদায়ের রাস্তা থেকে আপাতত সরে এসেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যমুনা এক্সপ্রেসওয়ে, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে, সর্বত্রই টোল ট্যাক্স বাড়ার কথা ছিল।

Highway Authority: ভোটের পরই বাড়ছে টোল ট্যাক্স, আপাতত সিদ্ধান্ত থেকে সরে আসতে হল কর্তৃপক্ষকে
টোল প্লাজা
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: জাতীয় সড়কের ক্ষেত্রে পরিবর্তন করা হচ্ছে টোল ট্যাক্স। তবে আপাতত কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে হল ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে (NHAI)। দেশে সাধারণত টোল হাইওয়েতে ১ এপ্রিল থেকে কর বাড়ানো হয়। কিন্তু ভোটের জন্য সিদ্ধান্ত থেকে সরে আসতে হল জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। আপাতত পুরনো হারেই দিতে হবে টোল ট্যাক্স। তবে লোকসভা নির্বাচন মিটলেই বাড়তে পারে সেই ট্যাক্সের টাকা। ফলে চাপ তৈরি হতে পারে সাধারণ মানুষের উপর।

দেশের বেশিরভাগ টোল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতেই ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রায় ১০ শতাংশ কর ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু ক্ষেত্রে পাঁচ শতাংশ পর্যন্ত কর বাড়ানোর কথাও জানানো হয়েছিল। ভোট চলাকালীন ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) যাতে কর না বাড়ায় সেই পদক্ষেপের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

পরিবহণ মন্ত্রকের সঙ্গেও এই বিষয়ে কমিশনের আলোচনা হয়েছে। এরপরই বাড়তি কর আদায়ের রাস্তা থেকে আপাতত সরে এসেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যমুনা এক্সপ্রেসওয়ে, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে, সর্বত্রই টোল ট্যাক্স বাড়ার কথা ছিল।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিন ইতিমধ্য়েই ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে। ভোট প্রক্রিয়া চলবে আগামী ১ জুন পর্যন্ত। ফলাফল প্রকাশ হবে ৪ জুন। আর এই দীর্ঘ সময় ধরে দেশে জারি থাকছে আদর্শ আচরণ বিধি। তারই মধ্য়ে সময় টোল বৃদ্ধি করা যায় কি না, তা নিয়ে নানা স্তর থেকে প্রশ্ন উঠছিল। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Next Article