Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parvesh Singh Verma: বাবা ছিলেন মুখ্যমন্ত্রী, কেজরীবালকে হারিয়ে কি এবার দিল্লির মুখ্যমন্ত্রী প্রবেশ?

Delhi Assembly Election Results 2025: সম্ভবত বাবার পথেই হাঁটতে চলেছেন প্রবেশ। তিনিই মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিল্লির। আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি।

Parvesh Singh Verma: বাবা ছিলেন মুখ্যমন্ত্রী, কেজরীবালকে হারিয়ে কি এবার দিল্লির মুখ্যমন্ত্রী প্রবেশ?
প্রবেশ ভর্মা।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 08, 2025 | 2:52 PM

নয়া দিল্লি: এমন দিনও দেখতে হবে, ভাবেননি কেজরীবাল। দিল্লি বিধানসভা নির্বাচনে ধরাশায়ী আপ সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। বিগত তিনবারের বিধানসভা নির্বাচনে যে আসনে জিতে এসেছেন, সেই আসনেই হেরে গেলেন। কার কাছে হারলেন? বিজেপি প্রার্থী প্রবেশ সিং ভর্মা। কে তিনি, যার সামনে টিকতে পারলেন না কেজরীবালের মতো দাপুটে নেতা?

দুইবারের বিজেপি সাংসদ প্রবেশ সিং ভর্মা (Parvesh Singh Verma)। তবে রাজনীতির সঙ্গে তাঁর যোগ ছোটবেলা থেকে। তাঁর বাবা সাহিব সিং ভর্মা দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা প্রবেশের কাকা, আজাদ সিং উত্তর দিল্লির পুরসভার মেয়র ছিলেন।

সম্ভবত বাবার পথেই হাঁটতে চলেছেন প্রবেশ। তিনিই মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিল্লির। আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি।

পরবেশ ভর্মা কে?

১৯৭৭ সালে দিল্লিতেই জন্মগ্রহণ করেন প্রবেশ। আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর দিল্লি ইউনিভার্সিটির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন। এরপর ফোর স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।

২০১৩ সালে তিনি রাজনীতিতে পা রাখেন। দিল্লি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন মেহরৌলি কেন্দ্র থেকে। প্রথম নির্বাচনেই জয়ী হন তিনি। এরপর ২০১৪ সালে লোকসভা নির্বাচনে পশ্চিম দিল্লি আসন থেকে জয়ী হন। ২০১৯ সালে একই আসন থেকে রেকর্ড ৫.৭৮ লাখ ভোটে  জেতেন প্রবেশ। সাংসদ থাকাকালীন বেতন ও ভাতা সংক্রান্ত যুগ্ম কমিটির সদস্য ছিলেন প্রবেশ। নগরোন্নয়ন স্ট্যান্ডিং কমিটিরও সদস্য ছিলেন।

২০২৫ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রবেশ ভর্মা “কেজরীবালকে হটাও, দেশ বাঁচাও” এই স্লোগানে প্রচার চালিয়েছিলেন।