Fire: গুজরাটে গেমিং জ়োনে সর্বগ্রাসী আগুন, ১২ শিশু-সহ ২৪ জনের মৃত্যু

May 25, 2024 | 10:17 PM

Fire: রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব জানান, টিআরপি গেমিং জ়োন থেকে এখনও অবধি ২০টি দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে স্থানীয় পুলিশ, দমকল বাহিনী। এই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেলের সঙ্গে তাঁর কথা হয়েছে।

Fire: গুজরাটে গেমিং জ়োনে সর্বগ্রাসী আগুন, ১২ শিশু-সহ ২৪ জনের মৃত্যু
গেমিং জ়োনে ভয়াবহ আগুন।

Follow Us

রাজকোট: গুজরাটের রাজকোটে ভয়াবহ আগুন। এখনও অবধি যা খবর, ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব জানান, টিআরপি গেমিং জ়োন থেকে এখনও অবধি ২০টি দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে স্থানীয় পুলিশ, দমকল বাহিনী। এই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেলের সঙ্গে তাঁর কথা হয়েছে।

জানা গিয়েছে, গেমিং জ়োনে থাকা একটি এসি থেকে ভয়াবহ এই আগুন লাগে। এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এরপরই দ্রুত ছড়াতে থাকে আগুন। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা গেমিং জ়োন।

জানা গিয়েছে, আগুন লাগার পর প্রায় ১ কিলোমিটার এলাকা অবধি ধোঁয়া দেখা যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। আহতের সংখ্যাও বহু। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Next Article