Madhya Pradesh: তৈরির আগেই ভেঙে পড়ল ৮০ কোটি টাকার নির্মীয়মান সেতুর একাংশ! আহত ৬
Madhya Pradesh Bridge Collapsed: রবিবার মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় চলছিল এই নতুন সেতু তৈরির কাজ। সকাল থেকে প্রতিদিনের মতোই টানা কাজ করছিলেন শ্রমিকরা। বিপত্তি ঘটে দুপুর নাগাদ।

ভোপাল: এক দিনে জোড়া বিপত্তি। একদিকে মহারাষ্ট্র। সেখানে ভেঙেছে পুরনো একটি সেতু। নিখোঁজ একাধিক। বাড়ছে মৃত্যুর আশঙ্কাও। অন্যদিকে মধ্যপ্রদেশ। সেখানেও প্রায় একই কাণ্ড। তৈরির আগেই ভেঙে পড়ল নির্মীয়মান সেতুর একাংশ।
রবিবার মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় চলছিল এই নতুন সেতু তৈরির কাজ। সকাল থেকে প্রতিদিনের মতোই টানা কাজ করছিলেন শ্রমিকরা। বিপত্তি ঘটে দুপুর নাগাদ। এদিন দুপুর ১টার দিকে হঠাৎ করেই ভেঙে পড়ে নির্মীয়মান সেতুর একাংশ। আহত হন ৬ শ্রমিক।
ব্রিজের যে অংশটি ভাঙে, সেখানেই আবার রয়েছে একটি বাস স্ট্যান্ড ও রেলওয়ে ক্রোসিং। কিন্তু ভরদুপুরে জনমানস হীন এলাকা হওয়ার কারণে আর ভাগ্য বশত কোনও ট্রেন সেই সময় সেখান থেকে না যাওয়ার কারণে বড় বিপদ থেকে রক্ষা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়া অংশের নীচেও কেউ ছিল না। যে ছয় জন আহত হয়েছেন, তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিজের পাশে তারা থাকায় সামান্য আহত হয়েছেন। এও জানা গিয়েছে, এই ব্রিজ তৈরি করতে মোট ৮০ কোটি টাকা ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, ব্রিজ-বিপর্যয় ঘটেছে মহারাষ্ট্রেও। সেখানে পুণের কুন্ডমালায় ইন্দ্রায়ণি নদীর ওপরে অবস্থিত সেতুতে ঘুরতে গিয়েছিল বহু পর্যটক। তখনই বিকট শব্দ। আচমকা মাঝখান আধখানা হয়ে যায় ব্রিজটি। প্রশাসনিক তরফে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ২, আহত হয়েছেন মোট ৩২ জন।





