Arms Recovery: যৌথ অভিযানে সেনা, উদ্ধার প্রচুর অস্ত্র

Aritra Ghosh | Edited By: অংশুমান গোস্বামী

Jul 19, 2023 | 11:42 PM

দিন কয়েক আগেই সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয় বলে সেনা সূুত্রে জানা গিয়েছে। কিন্তু সে সময় সতর্ক ছিল সেনা। সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করা জঙ্গিদের গতিবিধি লক্ষ্য রাখছিলেন বাহিনীর জওয়ানরা।

Arms Recovery: যৌথ অভিযানে সেনা, উদ্ধার প্রচুর অস্ত্র
উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র।

Follow Us

কুপওয়ারা: ভারতীয় সেনা, বিএসএফ ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার মাচ্চাল সেক্টরে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুধবার এই অভিযানে নেমেছিল যৌথ বাহিনী। এই অভিযানেই উদ্ধার হয়েছে অস্ত্র। এগুলি জঙ্গিদের সরবরাহ করার জন্যই জ়়ড়ো করা হয়েছিল বলে মনে করছে পুলিশ।

দিন কয়েক আগেই সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয় বলে সেনা সূুত্রে জানা গিয়েছে। কিন্তু সে সময় সতর্ক ছিল সেনা। সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করা জঙ্গিদের গতিবিধি লক্ষ্য রাখছিলেন বাহিনীর জওয়ানরা। ভোরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইও হয়। এই গোলাগুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়। এর পরই ওই জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়।

সেনার তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে একে সিরিজের রাইফেল, ৯টি একে ম্যাগাজিন, ১৭৫ একে সিরিজের রাইফেলের গুলি, ৬টি হ্যান্ড গ্রেনেড, একটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, পাঁচটি ইউবিজিএল গ্রেনেড এবং ২টি ট্যাকটিক্যাল ভেস্ট। এই অভিযান নিয়ে বিএসএফ কাশ্মীর ফ্রন্টিয়ারের আইজি অশোক যাদব বলেছেন, “সফল অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার হয়েছে। জওয়ানদের অতন্দ্র প্রহরায় জঙ্গিদের চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী দিনে এই ধরনের খবর পেয়ে গোয়ান্দাদের ইনপুট আরও বাড়ানো হচ্ছে।”

Next Article