আমেদাবাদ: দেশকে করোনা মুক্ত করতে প্রতিনিয়ত চলছে লড়াই। বিদেশ থেকে আসছে অক্সিজেন, বাড়ানো হচ্ছে হাসপাতালের বেড। কার্যত যুদ্ধের চেহারা গোটা দেশে। কিন্তু মন্দিরে জল ঢাললেই গায়েব হয়ে যেতে পারে করোনা! এই বিশ্বাসেই জমায়েত হল হাজার হাজার ভক্তের। করোনা তাড়াতে গিয়ে কোভিড বিধি উঠল শিকেয়। আয়োজকদের মধ্যে ২৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
গুজরাতের আমদাবাদ শহরে দেখা গেল সে্ দৃশ্য। রাস্তা জুড়ে কাতারে কাতারে মহিলার ভিড়। প্রত্যেকের মাথায় ঘড়া ভরা জল। করোনাবিধি ভুলে রাস্তায়ে বেরিয়ে পড়েছেন হাজার হাজার ভক্ত। তাঁদের বিশ্বাস, বালিয়াদেব মন্দিরে গিয়ে জল চড়ালেই নাকি উধাও হয়ে যাবে করোনাভাইরাসকে। সোমবার এই জমায়েতের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তৎপর হয় পুলিশ-প্রশাসন। আয়োজকদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, করোনাকে নির্মূল করতে যাবতীয় বিধিনিষেধ লঙ্ঘন করে গত ৩ মে ওই ধর্মীয় জমায়েত হয়েছিল। সানন্দ তহসিল এলাকায় নবপুরা গ্রামের ভক্তদের মধ্যে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান গফাভাই ঠাকুরও। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: প্রতিনিধি দলে করোনার থাবা, জি-৭ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেওয়ার সিদ্ধান্ত বিদেশমন্ত্রীর
সানন্দ ডিভিশনের ডেপুটি পুলিশ সুপার কেট কামারিয়া জানিয়েছেন, ‘জলের ঘড়া নিয়ে হাজির হয়েছিলেন বহু মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও গ্রেফতার করা হয়েছে। সংক্রমণ রুখতে মঙ্গলবার থেকে আমদাবাদ, সুরাত-সহ গুজরাতের একাধিক শহরে নাইট কার্ফু জারি করা হয়েছে। এ ছাড়া, ওই রাজ্যের মোট ৩৬টি শহরে লকডাউন চলছে। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া বিধিনিষেধের আওতায় রয়েছে দোকানপাট, সিনেমা হল, শপিং মল-সহ একাধিক পরিষেবা। আর সেই নির্দেশিকা ভেঙে এমন একটি জমায়েতের আয়োজন করায় ২৩জনকে গ্রেফতার করে পুলিশ।