Honeymoon: হানিমুনে বিয়ার-হুইস্কি খেতে জোর করেছিলেন স্বামী, পুলিশ পর্যন্ত গড়াল অশান্তি

Jul 16, 2024 | 4:39 PM

Honeymoon: কর্মসূত্রে ওই ব্যক্তি কানাডায় থাকেন। স্ত্রীর দাবি, তিনি বা তাঁর পরিবারের কেউ কখনও মদ স্পর্শ করেননি। তাই খেতে অস্বীকার করেন তিনি।

Honeymoon: হানিমুনে বিয়ার-হুইস্কি খেতে জোর করেছিলেন স্বামী, পুলিশ পর্যন্ত গড়াল অশান্তি
প্রতীকী ছবি
Image Credit source: Meta AI

Follow Us

আগ্রা: অন্যান্য সদ্য বিবাহিত দম্পতিদের মতোই হানিমুনে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। বিয়ের পর প্রথমবার বেড়াতে গিয়ে দুজনেই খুশি ছিলেন। কিন্তু অশান্তি শুরু হয় একদিন রাতে। স্ত্রীকে বিয়ার ও হুইস্কি খাওয়াতে চান স্বামী। কিন্তু স্ত্রী কোনওমতেই সে সব খেতে রাজি ছিলেন না। ঘটনাটি উত্তর প্রদেশের আগ্রার।

বিয়ার ও হুইস্কি খেতে অস্বীকার করলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। সেই অশান্তি গড়ায় অনেক দূর। স্বামীর একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। স্ত্রীর অভিযোগ, তিনি না চাইলেও তাঁকে বিয়ার ও হুইস্কি খাওয়ার জন্য বারবার চাপ দেন তাঁর স্বামী। তিনি রাজি না হলে কার্যত মারামারি শুরু হয়ে যায়। মধুচন্দ্রিমা থেকে ফিরে বাবা-মায়ের বাড়িতে চলে যান স্ত্রী। পরে বিষয়টি পুলিশ কাউন্সেলিং সেন্টার পর্যন্ত পৌঁছয়।

রাজপুর চুঙ্গি এলাকার বাসিন্দা ওই মহিলার বিয়ে হয় গোয়ালিয়রের বাসিন্দার। কর্মসূত্রে ওই ব্যক্তি কানাডায় থাকেন। স্ত্রীর দাবি, তিনি বা তাঁর পরিবারের কেউ কখনও মদ স্পর্শ করেননি। তাই খেতে অস্বীকার করেন তিনি।

ওই মহিলা আরও দাবি করেছেন, পরিবারের লোকজন তাঁর স্বামীকে বোঝানোর চেষ্টা করলেও তাঁর স্বামী শুনতে রাজি নন। আর এতেই তাঁর মূল্যবোধে আঘাত লেগেছে বলে অভিযোগ। ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের কাউন্সেলর অমিত গৌর জানান, দু’জনকে একসঙ্গে ডেকে কথা বলার চেষ্টা চলছে।

Next Article