হায়দরাবাদ: শুক্রবার ভোটপ্রচারে মহারাষ্ট্র ও তেলঙ্গনা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ইন্ডিয়া ব্লককে নিশানা করেন তিনি। একইসঙ্গে দেশের উন্নয়ন, অগ্রগতির কথাও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তবে এসবের মাঝেও খুব মিষ্টি, আবেগঘন এক মুহূর্ত তৈরি হয়।
তেলঙ্গনায় সভার পর মঞ্চে তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন বিজয়লক্ষ্মী নামে স্থানীয় এক বিজেপি নেত্রী। পরণে সবুজ শাড়ি, গলায় গেরুয়া উত্তরীয়। নরেন্দ্র মোদীর দিকে একটি ছবি এগিয়ে দেন। তাতে একটি ছোট্ট মেয়ের ছবি।
সেই ছবি হাতে তুলে নেন নমো। বিজয়লক্ষ্মী জানান, ছবিটি তাঁরই মেয়ে যশোধরার। সংবাদসংস্থা পিটিআই ভিডিয়োটি শেয়ার করেছে তাদের এক্স হ্যান্ডেলে। সেখানে মোদী ছবি দেখিয়ে বিজয়লক্ষ্মীর কাছে জানতে চান, ‘আপনার মেয়ে?’ বিজয়লক্ষ্মী আপ্লুত হয়ে জবাব দেন, ‘হ্যাঁ আমারই মেয়ে।’ এরপর সেই ছবির পিছনে অটোগ্রাফ দেন মোদী।
My grand daughter Jashodhara reciting a poem in praise of Hon’ble Prime Minister Shri @narendramodi ji. pic.twitter.com/PXQL3KiBmE
— Bandaru Dattatreya (@Dattatreya) December 9, 2023
VIDEO | A Hyderabad woman shares an interesting backstory behind PM Modi’s autograph on the photo of her daughter.
(Source: Third Party) pic.twitter.com/wkiIHE1wGG
— Press Trust of India (@PTI_News) May 10, 2024
বিজয়লক্ষ্মী বলেন, “আমি খুবই গর্বিত। আমার মেয়ে যশোধরা ওনার উপর একটি গান গেয়েছিল। মোদীজী রিটুইট করেছিলেন। এটা আমার মেয়ের জন্য অবশ্যই আশীর্বাদ।” প্রসঙ্গত, বিজয়লক্ষ্মী হরিয়ানার রাজ্যপাল বঙ্গারু দত্তাত্রেয়র মেয়ে। ২০২৩ সালের ৯ ডিসেম্বর দত্তাত্রেয়ই তাঁর নাতনির ভিডিয়োটি শেয়ার করেন।