PM Narendra Modi: কানাডায় মন্দিরে হামলা নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর, কী বললেন নমো?

Nov 04, 2024 | 10:36 PM

PM Narendra Modi: ওট্টোয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশনও হিন্দু মন্দিরে এই হামলার নিন্দা করেছে। সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়েছে, কানাডিয়ান এবং ভারতীয় আবেদনকারীদের লাইফ সার্টিফিকেট বা জীবনের শংসাপত্র বিলির জন্য, ওট্টোয়াতে ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরের সহযোগিতায় একটি কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছিল ভারতের হাইকমিশন এবং ভ্যাঙ্কুভার ও টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল।

PM Narendra Modi: কানাডায় মন্দিরে হামলা নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর, কী বললেন নমো?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: দুই দেশের কূটনেতিক চাপানউতোরের মধ্যেই কানাডায় হিন্দু মন্দিরে হামলা। আক্রান্ত হয়েছেন একদল ভক্ত। হামলা চালানোর অভিযোগ উঠেছে খালিস্তানি সমর্থকদের বিরুদ্ধে। এই হামলার তীব্র নিন্দা করে এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাম্পটনে হিন্দু মন্দিরে খালিস্তানি সমর্থকদের হামলার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রকও। এই ধরনের হামলা থেকে মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলিকে রক্ষা করার জন্য জাস্টিন ট্রুডোর সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্দিরে হামলার নিন্দা করে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “কানাডায় হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত এই হামলার তীব্র নিন্দা করছি। আমাদের কূটনীতিকদেরও কাপুরুষের মতো ভয় দেখানোর চেষ্টা হয়েছে। এই ধরনের হিংসা ভারতের সংকল্পকে দুর্বল করতে পারবে না।” কানাডা সরকার এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই খবরটিও পড়ুন

ওট্টোয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশনও হিন্দু মন্দিরে এই হামলার নিন্দা করেছে। সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়েছে, কানাডিয়ান এবং ভারতীয় আবেদনকারীদের লাইফ সার্টিফিকেট বা জীবনের শংসাপত্র বিলির জন্য, ওট্টোয়াতে ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরের সহযোগিতায় একটি কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছিল ভারতের হাইকমিশন এবং ভ্যাঙ্কুভার ও টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল। আগে থেকেই এই অনুষ্ঠানগুলিতে কঠোর নিরাপত্তার জন্য অনুরোধ করা হয়েছিল। তারপরও, ভারত-বিরোধীরা এই হামলা চালিয়েছে।

ঘটনার পরই হামলার নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। তিনি বলেন, “কোনও ধরনের হিংসামূলক আচরণ গ্রহণযোগ্য নয়।”

Next Article