ICC World Cup: জমজমাট বিশ্বকাপ ফাইনালের মঞ্চ, খেলা শুরুর আগেই চমক দেবে ভারতীয় বায়ুসেনা

Air Force Show: রবিবার দুপুরে ম্যাচ শুরুর আগেই ৯টি হক এয়ারক্রাফ্ট নিয়ে বিশেষ প্রদর্শনী করবে বায়ুসেনার সূর্যকিরণ টিম।  খেলা শুরুর ১৫ মিনিট আগে এই এয়ার শো-ই হয়তো ফাইনালের সেরা চমক হতে চলেছে। এয়ার শো’র পরেই থাকছে আন্তর্জাতিক পপ স্টার ডুয়া লিপার লাইভ পারফরম্যান্স।

ICC World Cup: জমজমাট বিশ্বকাপ ফাইনালের মঞ্চ, খেলা শুরুর আগেই চমক দেবে ভারতীয় বায়ুসেনা
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এয়ার শো বায়ুসেনার।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 9:27 AM

আহমেদাবাদ: নীচে সবুজ মাঠ। আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে সারি সারি যুদ্ধবিমান। সবমিলিয়ে ৯টি যুদ্ধবিমান উড়ে যাচ্ছে। এই এয়ার শোয়ের নাম “টুইস্ট অ্যান্ড টকিং টু দ্য স্কাই” (Twist and Talking To The Sky)। রবিবার, আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ২০ বছর পর আবার ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। এই ফাইনাল ম্যাচের আগেই গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ভারতীয় বায়ুসেনার লাইভ শো। পারফর্ম করবে বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোবেটিক টিম।

ভারতেই হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আবার ফাইনালেও উঠেছে ভারত। দুই মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যেন ১০ গুণ বেড়ে গিয়েছে। বিশ্বকাপের ফাইনালের জন্য বিশাল অনুষ্ঠানসূচি রয়েছে। মার্কিন পপ সিঙ্গার ডুয়া লিপা পারফর্ম করতে পারেন সমাপ্তি অনুষ্ঠানে। আইসিসির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বকাপজয়ী সকল অধিনায়ককে। খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের আসার কথা থাকলেও, তিনি আসতে পারছেন না। তাঁর বদলে উপ-প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। বায়ুসেনার সূর্যকিরণ টিমও যুদ্ধবিমান নিয়ে বিশেষ প্রদর্শনী করবে।

রবিবার দুপুরে ম্যাচ শুরুর আগেই ৯টি হক এয়ারক্রাফ্ট নিয়ে বিশেষ প্রদর্শনী করবে বায়ুসেনার সূর্যকিরণ টিম।  খেলা শুরুর ১৫ মিনিট আগে এই এয়ার শো-ই হয়তো ফাইনালের সেরা চমক হতে চলেছে। এয়ার শো’র পরেই থাকছে আন্তর্জাতিক পপ স্টার ডুয়া লিপার লাইভ পারফরম্যান্স।

১৯৯৬ সাল থেকে বায়ুসেনার ৫২ নম্বর স্কোয়াড্রনের সদস্য এই সূর্যকিরণ। এর আগে বহু অনুষ্ঠানেই পারফর্ম করেছে। তবে বিশ্বকাপ ফাইনালের মতো ইভেন্টে এই প্রথম পারফর্ম করতে চলেছে সূর্যকিরণ টিম।

আহমেদাবাদ এখন মিনি ‘বিশ্ব’। টিকিট পাবেন না জেনেও বহু মানুষ দূর-দূরান্ত থেকে আসছেন। স্টেডিয়ামের বাইরে থেকেই শুধুমাত্র ফাইনালের আমেজটুকু নেওয়ার জন্য। নরেন্দ্র মোদী স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, স্টেডিয়ামের বাইরে ১৬টি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা থাকবে। থাকবে লাইভ ফুড কাউন্টারও। থাকছে সেলিব্রেশন আর থ্রিডি সেলফি জোন।