AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক ডোজ় কোভিশিল্ড, দ্বিতীয় কোভ্যাকসিন; উত্তর প্রদেশে ‘ককটেল ভ্যাকসিন’ প্রয়োগ কতটা উদ্বেগের জানাল কেন্দ্র

অভিযোগ, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কোভিশিল্ড (Covishield) টিকা পেয়েছিলেন ২০ জন। তারপর ১৪ মে দ্বিতীয় ডোজ় হিসাবে তাঁদের কোভ্যাক্সিন (Covaccine) দেওয়া হয়।

এক ডোজ় কোভিশিল্ড, দ্বিতীয় কোভ্যাকসিন; উত্তর প্রদেশে 'ককটেল ভ্যাকসিন' প্রয়োগ কতটা উদ্বেগের জানাল কেন্দ্র
ছবি সংগৃহীত।
| Updated on: May 27, 2021 | 6:24 PM
Share

নয়া দিল্লি: দু’টি পৃথক ভ্যাকসিনের দুই ডোজ়। উত্তর প্রদেশের এক সরকারি হাসপাতালে ২০ জনকে এই ‘ককটেল’ টিকা দেওয়া নিয়ে সম্প্রতি দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুলল কেন্দ্র। বৃহস্পতিবার নীতি আয়োগের সদস্য বিকে পাল জানালেন, এমনটা হওয়া কাম্য নয়। তবে হলেও তা নিয়ে চিন্তার বিশেষ কোনও কারণ নেই।

সম্প্রতি যোগী রাজ্যে সিদ্ধার্থনগরে এক সরকারি হাসপাতালে ২০ জন রোগীকে টিকার দ্বিতীয় ডোজ় হিসাবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দেওয়া হয়। অথচ এরা প্রত্যেকেই প্রথম ডোজ় হিসাবে কোভিশিল্ডের টিকা নিয়েছিলেন। বিষয়টি সামনে আসতেই হইচই শুরু হয়ে যায়। টিকাগ্রহণকারীদের শারীরিক কোনও সমস্যায় পড়তে হতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়। যদিও হাসপাতালের আধিকারিকদের দাবি ছিল, টিকা নেওয়ার পর কারও শরীরেই কোনও সমস্যা দেখা দেয়নি।

আরও পড়ুন: করোনা যুদ্ধে এবার ভারতের হাতে আসছে ফাইজ়ারের টিকা, জেনে নিন কবে মিলবে ভারতে

বৃহস্পতিবার ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯ (NEGVAC)-এর শীর্ষে থাকা বিকে পাল জানান, “বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখা দরকার। দুই ডোজ়ের বিষয়টি কতটা বিজ্ঞান নির্ভর তা বুঝতে হবে… তবে যদি টিকার দুই ডোজ়ে আলাদা আলাদা সংস্থার ভ্যাকসিন দেওয়া হয় তা নিয়ে চিন্তার বিশেষ কোনও কারণ নেই।” একইসঙ্গে এই বিশেষজ্ঞ জানান, “আমাদের প্রটোকলে স্পষ্ট বলা রয়েছে ভ্যাকসিনের দু’টি ডোজ়ই একই হতে হবে। তারপরও কেন এমনটা হল দেখা দরকার।”

যদি এই ঘটনা নিয়ে উত্তর প্রদেশের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ চৌধুরী বলেন, “আমরা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে এই কাজের জন্য জবাব তলব করেছি। এরকম ককটেল ভ্যাকসিন দেওয়ার কোনও সরকারি নির্দেশ নেই। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাদের এ নিয়ে জবাবদিহি করতে হবে। আমরা কড়া পদক্ষেপ করব।”