IITian Baba Expelled: ‘যদি কিছু বেফাঁস বলে ফেলি…’, এবার আখড়া থেকে ‘তাড়ানো’ নিয়ে মুখ খুললেন ‘IIT য়ান বাবা’

Avra Chattopadhyay |

Jan 19, 2025 | 7:28 PM

IITian Baba Expelled: মহাকুম্ভে এখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে 'IIT য়ান বাবা'র গল্প। মিলেছে প্রচারের আলো। ক্য়ামেরা ঘিরে ধরেছে তাঁকে সর্বত্র। আর সেই ফাঁকেই মহাবিপত্তি। জুনা আখড়া থেকে বহিষ্কৃত হন তিনি।

IITian Baba Expelled: যদি কিছু বেফাঁস বলে ফেলি..., এবার আখড়া থেকে তাড়ানো নিয়ে মুখ খুললেন IIT য়ান বাবা
Image Credit source: X

Follow Us

প্রয়াগরাজ: নিজের গুরুকে গালিগালাজ করার অভিযোগে জুনা আখড়া থেকে বহিষ্কৃত হয়েছেন ‘IIT য়ান বাবা’ ওরফে অভয় সিংহ। আর কোনও দিন সদস্য পদ তো দূর, সেই আখড়ার চৌহদ্দিতেও নাকি আসতে পারবেন না তিনি। তবে এই সকল অভিযোগগুলিকে একেবারে নস্যাৎ করে পাল্টা আখড়া নিয়ে বিস্ফোরক হয়ে পড়েন ‘IIT য়ান বাবা’।

উল্লেখ্য, গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণীর মহাসঙ্গমে এখন উৎসবের আমেজ। গত ১৩ জানুয়ারি থেকে এই তিন নদীর মিলনস্থলে বসেছে মহাকুম্ভ। দেশ-বিদেশ থেকে পুণ্যস্নানের উদ্দেশ্য়ে ছুটে এসেছে পুণ্যার্থীরা। এসেছেন বহু সাধু-সন্তরাও। তাদের সঙ্গেই কিন্তু ভিড়ে মিশে হাজির হয়েছিলেন অভয় সিংহ।

তবে বেশিদিন মানুষের ভিড়ে মিশে থাকেননি তিনি। তার সাধু হওয়ার আগের জীবনের কথা সংবাদমাধ্যম সূত্রে ছড়িয়ে পড়তেই ‘IIT য়ান বাবা’র তকমা পান তিনি। সাধু হওয়ার আগে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান IIT থেকে ‘এরোস্পেস ইঞ্জিনিয়ারিং’ নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। কাজ করেছেন বিদেশেও। কিন্তু সেই সব ছেড়ে আপাতত শান্তির খোঁজে এই পথে নেমেছেন ‘IIT য়ান বাবা’ ওরফে অভয় সিংহ।

মহাকুম্ভে এখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে ‘IIT য়ান বাবা’র গল্প। মিলেছে প্রচারের আলো। ক্য়ামেরা ঘিরে ধরেছে তাঁকে সর্বত্র। আর সেই ফাঁকেই মহাবিপত্তি। জুনা আখড়া থেকে বহিষ্কৃত হন তিনি। আখড়ার অভিযোগ, নিজের গুরু মহন্ত সোমেশ্বর পুরীকে রীতিমতো গালিগালাজ করেন অভয়। আর সেই বিধিভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে বহিষ্কৃত হন তিনি।

অবশ্য, সেই সব অভিযোগকে কোনও মতেই গুরুত্ব দিতে চান না ‘IIT য়ান বাবা’। উল্টে তাঁর দাবি, ‘ওরা মনে করছে যে আমি হয়তো প্রচারের আলো এসে ওদের ব্যাপারে কিছু বেফাঁস বলে দেব। সেই ভয়েই ওরা আমার নামে যা খুশি তাই বলে চলেছে।’

Next Article