AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDIA Alliance: পঞ্জাবেও বড় হোঁচট ‘ইন্ডিয়া’ জোটের, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে না তো?

INDIA alliance at Punjab: বুধবার (৬ অগস্ট) আপের পঞ্জাব শাখা সাফ জানিয়ে দিল, পঞ্জাবে কোনও আসন ভাগাভাগিতে রাজি নয় তারা। পঞ্জাবের মন্ত্রী আনমোল গগন মান জানিয়েছেন, জাতীয় স্তরের বিষয়টি আলাদা। সেখানে, বিজেপির থেকে দেশকে বাঁচাতে একত্রিত হয়েছে সমস্ত বিরোধী দল। তবে রাজ্যের সমীকরণ এক হবে না।

INDIA Alliance: পঞ্জাবেও বড় হোঁচট 'ইন্ডিয়া' জোটের, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে না তো?
সমাধান খুঁজে পাবেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরীবালরাImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 3:24 PM
Share

অমৃতসর: ইন্ডিয়া জোটে বড় ধাক্কা। পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগিতে নারাজ আম আদমি পার্টি। বুধবার (৬ অগস্ট) আপের পঞ্জাব শাখা সাফ জানিয়ে দিল, পঞ্জাবে কোনও আসন ভাগাভাগিতে রাজি নয় তারা। পঞ্জাবের মন্ত্রী আনমোল গগন মান জানিয়েছেন, জাতীয় স্তরের বিষয়টি আলাদা। সেখানে, বিজেপির থেকে দেশকে বাঁচাতে একত্রিত হয়েছে সমস্ত বিরোধী দল। তবে রাজ্যের সমীকরণ এক হবে না। এখানে, কংগ্রেসের সঙ্গে হাত মোলানো সম্ভব নয় আপের পক্ষে।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার বিষয়ে আনমোল গগন মান বলেছেন, “জাতীয় স্তরে দলীয় নেতৃত্ব জোট বাঁধার আহ্বান জানিয়েছেন। তবে আমরা পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে কোনও জোট করব না। জাতীয় স্তরে পরিস্থিতি আলাদা। কারণ, সেখনে সমস্ত দল বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে একত্রিত হয়েছে। তবে , রাজ্য স্তরে, কংগ্রেসের সঙ্গে যাবে না আপ। আমরা পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে কোনও আসন ভাগাভাগির সমীকরণ মানব না।”

বিজেপিকে প্রতিহত করতে, লোকসভা নির্বাচন ২০২৪-এর আগে ২৬টিরও বেশি দল জোট বেঁধেছে। বেঙ্গালুরু বৈঠকে জোটের নাম ঠিক করা হয়েছে ইন্ডিয়া। এরপর, সংসদের বাদল অধিবেশনে ইন্ডিয়া জোটের দলগুলিকে, বিজেপি সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ আক্রমণ শানাতে দেখা গিয়েছে। মুম্বইয়ের বৈঠকে জোটের লোগো প্রকাশ করার কথা ছিল। শেষ পর্যন্ত তা না করা গেলেও, সেই বৈঠকে সোশ্যাল মিডিয়াতেও ঐক্যবদ্ধ লড়াইয়ের কৌশল স্থির করা হয়েছে। তবে, এখনও আসল কাজই বাকি। তা হল, আসন ভাগাভাগির রফাসূত্র নির্ধারণ।

বাংলায় ঐতিহাসিকভাবে পরস্পর যুযুধান ইন্ডিয়া জোটের তিন দল – বাম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। বাম-কংগ্রেস বা কংগ্রেস-তৃণমূলকে অতীতে জোট বাঁধতে দেখা গেলেও, বামেদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট প্রায় অসম্ভব। এমনকি, এই অস্বস্তি এড়াতে কলকাতায় ইন্ডিয়া জোটের বৈঠকও করা হচ্ছে না বলে সূত্রের খবর। একই পরিস্থিতি কেরলেও। সেখানেও, বাম-কংগ্রেসই মুখ্য প্রতিদ্বন্দ্বী। বিজেপির শক্তি খুবই কম। সেখানেও আসন ভাগাভাগি নিয়ে অস্বস্তি রয়েছে।

এবার, পঞ্জাবেও একই পরিস্থিতি তৈরি হল। যদিও, দলের পঞ্জাব শাখার এই মন্তব্য নিয়ে এখনও আপ শীর্ষ নেতৃত্ব থেকে কিছু বলা হয়নি। শেষ পর্যন্ত যদি শীর্ষ নেতৃত্বের নির্দেশে পঞ্জাবে কংগ্রেসকে কিছু আসন ছাড়তে বাধ্যও হয় আপ, স্থানীয় কর্মীদের মধ্যে জোট হবে তো? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। পরিস্থিতি বিচারে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ইন্ডিয়া জোটে ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ হচ্ছে না তো?