নয়া দিল্লি: চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । তার আগে একাধিক নদীর জল বন্টন নিয়ে মুখোমুখি বসছে ভারত ও বাংলাদেশ (India-Bangladesh)। মঙ্গলবারেই হবে সেই বৈঠক। থাকবেন দুই দেশের আধিকারিকরা। তবে প্রধানমন্ত্রীর সফরে এই সংক্রান্ত কোনও চুক্তি হবে না বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. আব্দুল মোমেন।
ভারতের তরফে ওই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন জল শক্তি মন্ত্রকের সচিব পঙ্কজ কুমার। আর বাংলাদেশের তরফে থাকবেন উচ্চপদস্থ সচিব কবির বিন আনোয়ার। জানা গিয়েছে, মনু, মুহুরি, খোয়াই, গুমতি, দুধকুমার ও ধারলা নদীর জল বন্টন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। ত্রিপুরার সাব্রুমের জন্য ফেনি নদীর জল তুলে নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে যে একাধিক নদী বয়ে চলেছে তার থেকে যাতে দুই দেশই উপকৃত হয় তার জন্য কাজ করে ইন্দো-বাংলাদেশ জয়েন্ট রিভারস কমিশন।
আগামী ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে সে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানেও যোগ দেবেন। বাংলাদেশ সফরকালে তিনি সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলায়ও যাবেন।
বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. আব্দুল মোমেন সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে তিস্তা ইস্যুতে কোনও আলোচনাই হবে না। শুধু তিস্তাই নয়, ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে