India Pakistan Tensions: চিনা পণ্যে নেই গ্যারান্টি! যে কারণে ভারতের প্রত্যাঘাত সামলাতে পারল না পাকিস্তান
Operation Sindoor: তবে শুধু প্রতিরক্ষাই নয়। প্রত্যাঘাতেও নজরকাড়া ভারত। পাকিস্তানের হামলার জবাব দিয়ে প্রত্যাঘাতে কোনও পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি ছাড়া পড়শি দেশের প্রায় ৯টি বায়ুসেনা ঘাঁটি উড়িয়েছে ভারতীয় সেনা।

নয়াদিল্লি: ঋণের টাকার ঘি খেয়ে বেশিদিন যে বেঁচে থাকা যায় না, তা ভালই টের পেয়েছে পাকিস্তান। গত এক সপ্তাহে যে আঘাত-প্রত্যাঘাত চলেছে ভারত-পাকিস্তানের মধ্য়ে। তাতে দিন শেষে বিনাযুদ্ধেই যেন জয়ী হয়েছে ভারত। কারণ একটাই, টলানো যায় না, এমন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা।
বিশেষজ্ঞরা বলছেন, ভারত নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা উন্নত করে ফেলেছে, তা ভাল বোঝা গিয়েছে গত এক সপ্তাহের ঘটনাক্রমে। যে ভাবে ৩০০ থেকে ৪০০ ড্রোন নিয়ে হামলা চালিয়েছে পাক সেনা। অন্য কোনও দেশ হলে টিকে থাকতে পারত কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু ভারত প্রতিটা হামলাকেই সহ্য করেছে দমকা হাওয়ায় দাঁড়িয়ে থাকে গগনচুম্বি ইমারতের মতো।
তবে শুধু প্রতিরক্ষাই নয়। প্রত্যাঘাতেও নজরকাড়া ভারত। পাকিস্তানের হামলার জবাব দিয়ে প্রত্যাঘাতে কোনও পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি ছাড়া পড়শি দেশের প্রায় ৯টি বায়ুসেনা ঘাঁটি উড়িয়েছে ভারতীয় সেনা। ধোপেও টিকতে পারেনি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
কিন্তু কেন ভারতের কাছে বারবার হেরেছে পাকিস্তান?
অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, কোটি কোটি টাকা ঋণ নিয়ে চিনা অস্ত্র কিনলেই সংঘর্ষ বা যুদ্ধে জেতা যায় না। শান দিতে হয় কেনা অস্ত্রে। ভারতের সুদর্শন চক্র বা বৃহস্পতিবার রাতের হিরো S-400, রুশ প্রযুক্তিতে তৈরি হলেও, তাতে রয়েছে দেশীয় ছোঁয়া। সময়ের সঙ্গে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিকাশ ঘটাতে ঘটাতে আজ তা প্রায় পরিণত হয়েছে ইজরায়েলে আয়রন ডোমের মতো। কিন্তু অন্যদিকে পাকিস্তান, এই সংঘর্ষ আবহে সীমান্তে সমস্ত চিনা প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে তারা।

