India’s GDP growth rate: জি-২০ বৈঠকের আগেই ‘বস’ ভারত, পিছিয়ে আমেরিকা-চিনও

Nov 18, 2024 | 5:45 PM

India's GDP growth rate: চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের জিডিপি বৃদ্ধির হার হবে ৩.৬ শতাংশ। অন্যদিকে, এবছর জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে। এই অর্থবর্ষে তাদের সম্ভাব্য জিডিপি বৃদ্ধির হার ৩ শতাংশ।

Indias GDP growth rate: জি-২০ বৈঠকের আগেই বস ভারত, পিছিয়ে আমেরিকা-চিনও
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: ঊর্ধমুখী ভারতের অর্থনীতি। এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে জিডিপি (GDP) বৃদ্ধির হারেও দাপট দেখাচ্ছে ভারত। ২০২৪-২৫ অর্থবর্ষে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে জিডিপি বৃদ্ধির হারে এক নম্বরে থাকতে চলেছে ভারত। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ।

সোমবার থেকে ব্রাজিলে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। সেই সম্মেলনেই জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলির ২০২৪-২৫ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির হারের তালিকা প্রকাশ করা হয়েছে। এক্স হ্যান্ডলে মাইগভইন্ডিয়া (দেশের নাগরিকদের সঙ্গে কেন্দ্রের যোগাযোগের প্ল্যাটফর্ম) এই তথ্য সামনে এনেছে।

জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। তবে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে তারা। ২০২৪-২৫ অর্থবর্ষে ইন্দোনেশিয়ার জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশ হওয়ার সম্ভাবনা। তৃতীয় স্থানে থাকা চিনের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৪.৮ শতাংশ।

চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের জিডিপি বৃদ্ধির হার হবে ৩.৬ শতাংশ। অন্যদিকে, এবছর জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে। এই অর্থবর্ষে তাদের সম্ভাব্য জিডিপি বৃদ্ধির হার ৩ শতাংশ।

ভারতের থেকে অনেকটাই পিছিয়ে আমেরিকা ও ব্রিটেন। ২০২৪-২৫ অর্থবর্ষে আমেরিকার GDP বৃদ্ধির হার হতে পারে ২৮ শতাংশ। সেখানে ব্রিটেনের জিডিপি বৃদ্ধির হার ১.১ শতাংশ হওয়ার সম্ভাবনা। জি-২০ সদস্য দেশগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে আর্জেন্টিনা। ২০২৪-২৫ অর্থবর্ষে আর্জেন্টিনার জিডিপি বৃদ্ধির হার মাইনাস ৩.৫ শতাংশ হওয়ার সম্ভাবনা।

 

Next Article